Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড (Fire at Mahakumbh Mela)। দাউ দাউ করে জ্বলে উঠল মেলা চত্বর। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। লেলিহান শিখার গ্রাসে একাধিক তাঁবু পুড়ে ছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ছ’টি ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর। মেলার পার্শ্ববর্তী একটি ব্রীজের তলা থেকেই আগুনের উৎপত্তি বলে জানাচ্ছে দমকল।
মহাকুম্ভ মেলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড (Fire at Mahakumbh Mela)
মেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবু থেকেই আগুন (Fire at Mahakumbh Mela) ছড়ায় বলে খবর। রান্নার কাজ করার সময় কোনও ভাবে আগুন লেগে যায় তাঁবুতে। আর তারপরই বিস্ফোরণ। ফাঁটতে শুরু করে পরপর তাঁবুতে থাকা রান্নার গ্যাসগুলি। সেই তাঁবু লাগোয়া একের পর তাঁবুতে আগুন ধরে যায়। প্রায় ২০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। লেলিহান আগুনের প্রকোপে পুড়েখাক হয়ে যায় গীতা প্রেসের ক্যাম্পটিও। যার জেরে ভয়াবহ উত্তেজনা তৈরি এলাকাজুড়ে।
আরও পড়ুন: Goalpokhar Incident: গ্রেফতারিতে DGP-র ‘ডেডলাইন’! সাজ্জাকের এনকাউন্টারের পর গ্রেফতার তার সহযোগী
আরও পড়ুন: Kolkata Fire News: শহরে ফের আগুন, ঠান্ডায় অথৈ জলে বাসিন্দারা
প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস থেকে ঘটে এই অগ্নিকাণ্ড (Fire at Mahakumbh Mela)। জানা গিয়েছে, শুরুতে একটি তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এরপরই দাউদাউ আগুনে জ্বলে ওঠে একটি তাঁবুতে। চোখের নিমেষে একাধিক তাঁবুতে ছড়ায় সেই আগুন। আপাতকালীন পরিস্থিতির সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিনগুলি। তড়িঘড়ি কাজ শুরু করেন দমকল কর্মীরা। আখড়া থানার পুলিশ আধিকারিক ভাষ্কর মিশ্র বলেন, “মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছিল। এর জেরে একাধিক তাঁবুতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন।”
কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড় হয়েছে। বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন। সে ক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে আগে থেকে। মোতায়েন রয়েছেন দমকলকর্মীরাও। তাঁরা ইতিমধ্যে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্সও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র একটি দলও সেখানে রয়েছেন। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন তাঁরাও।