ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৫ মাসের মধ্যে ফের অ্যাক্রোপলিস মলে আগুন (fire in acropolis mall)। সোমবার সকালে কসবার অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে। ধোঁয়া বেরতে দেখে আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। অন্যান্য কর্মীরাও ছুটে আসেন আগুন নেভাতে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ইঞ্জিন ছুটে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ আগুন লাগে কলকাতার অ্যাক্রোপলিস মলে (acropolis mall)। চারতলার ফুড কোর্টে ধোঁয়া বেরতে দেখে মলের কর্মীরা। তবে আগুন ছড়ানোর আগেই তৎপর হয়ে যান দোকানের কর্মীরা। মলের অন্যান্য কর্মীও আসেন ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সাময়িকভাবে মল বন্ধ থাকলেও আবারও তা খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: Toy Train Darjeeling: ধস-দুর্যোগ কাটিয়ে চেনা ছন্দে পাহাড়, চালু টয়ট্রেন পরিষেবা
আরও পড়ুন: ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা, পুলিশি জেরায় প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
কী বলছে মল কর্তৃপক্ষ (fire in acropolis mall)?
মল কর্তৃপক্ষ সর্বানি মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘ফুডকোর্টের একটি দোকানের ফ্রায়াইং প্যানে আগুন লাগে, প্রাথমিকভাবে এমনটাই জানতে পারছি। আমাদের ইন্টারনাল স্টাফরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। সাময়িকভাবে বন্ধ করা হলেও, ফের জনসাধারণের জন্য খোলা রয়েছে মল।’
আরও পড়ুন: সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা, অভিযুক্তের ১৩ দিনের পুলিশি হেফাজত
গত জুন মাসেও অগ্নিকাণ্ডের ঘটনা দেখা গিয়েছিল অ্যাক্রোপলিস মলে (acropolis mall)। ফুড কোর্ট থেকেই আগুন ছড়িয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল দমকলকর্মীদের। দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে। বিস্তর ক্ষতিগ্রস্তও হয়েছিল। টানা কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল কলকাতার এই অভিজাত মল। যদিও এবার পরিস্থিতি ততটা ভয়াবহ হয়নি। কিন্তু তবুও মাত্র ৫ মাসের মধ্যেই ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে মলের অগ্নিনির্বাপক ব্যবস্থার ওপর।