ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবসরের নিলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবার শীর্ষ আদালতে এজলাসে শেষ বার বসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। গত ১০ নভেম্বর অবসর গ্রহণ করেন তিনি। তার আগে শুক্রবারই শেষ কর্মদিবস ছিলো বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের।
শেষ দিনে তাঁর এজলাসে মোট ৪৭টি মামলা তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলার রায়। সেটিকে কি সংখ্যালঘুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হবে? প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ শুক্রবার এই মামলার রায় জানায়। এ ছাড়া আরও বেশ কয়েকটি মামলায় রায় দেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে উল্লেখযোগ্য মামলার মধ্যে অন্যতম একটি হল, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে যে ‘বুলডোজার অ্যাকশন’ চলছে, তার প্রতিবাদ করে বললেন, ”সভ্য নাগরিক সমাজে, যেখানে আইন দ্বারা সমাজ পরিচালিত হয়, সেখানে ‘বুলডোজার জাস্টিস’ কোনওভাবে গ্রহণযোগ্য নয়।”
জানা গিয়েছে, উত্তর প্রদেশে এক সাংবাদিকের পৈত্রিক বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মামলাই শেষ শুনানি ছিল প্রধান বিচারপতি হিসাবে ডিওয়াই চন্দ্রচূড়ের। সেই মামলার শুনানিতে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ”সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের বাড়ির সুরক্ষা ও নিরাপত্তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রাজ্যও এই নিয়ম মানতে বাধ্য। কোনও বেআইনি নির্মাণ বা জমি দখলের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনেই পদক্ষেপ করতে হবে।”
আরও পড়ুন: https://tribetv.in/friday-is-last-working-day-of-justice-dy-chandrachud/
তিনি আরও বলেন, ”বুলডোজারের মাধ্যমে বিচার- এটি সভ্য সমাজে অজানা। যদি রাজ্য সরকারি আধিকারিক বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের অনৈতিক ও বেআইনি কার্যকলাপের অনুমতি দেওয়া হয়, তবে তা অত্যন্ত ভয়ঙ্কর।”
অন্যদিকে, ২০২২ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে যোগ দিয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। টানা দু’বছর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার সামলেছেন তিনি। ১০ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, অবসরের আগে উত্তরসূরীর নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি। কেন্দ্র সেই নামে অনুমোদন দিলে তিনি পরবর্তী প্রধান বিচারপতি হন।
আরও পড়ুন: https://tribetv.in/women-commission-new-proposal-for-womens-safety-in-uttar-pradesh/
মেয়াদ শেষের আগে নিয়মাফিক শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নামই সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়(CJI DY Chandrachud)। তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি খন্নার নিয়োগে বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।