ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যালেন্ডারের হিসেবে এখনও পৌষ মাস না পড়লেও খাতায় কলমে শীত এসে গিয়েছে। এইসময় অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। ভ্রমণপ্রেমীদের পছন্দের জায়গা কাশ্মীর। কিন্তু নানা কারণে সবসময় চাইলেই যাওয়া হয়ে ওঠে না। তবে জানেন কি পশ্চিমবঙ্গের মধ্যেই পেয়ে যাবেন একটুকরো কাশ্মীর। এই আমেজ পেতে আপনাকে চলে আসতে হবে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবায়।
পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে উত্তরবঙ্গের গজলডোবা। শীতের ছুটিতে কাছাকাছি কম সময়ের মধ্যে ঘুরে আসার জন্য অনেকেই বেছে নিচ্ছেন গজলডোবাকে। কয়েক বছর আগেও এখানে খুব একটা পর্যটকদের দেখা মিলত না। কিন্তু শীত এলেই প্রতি বছর পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় গজলডোবায়। সামনে হিমালয়, তার নীচে নীল জলাধার এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গজলডোবা। এখন আবার এখানে শিকারা পরিষেবা চালুর পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের পর্যটন দফতর।
আরও পড়ুন: https://tribetv.in/honeymoon-destination-at-a-low-cost-abroad/
শুধু তাই নয়, শিকারার বসে লোকসংগীত শুনতেও পারবেন পর্যটকরা । এর ফলে যেমন নৌকাচালকরা অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী হচ্ছেন। তেমনই পর্যটকরা আরও বেশি আনন্দ পাচ্ছেন। পর্যটকদের কাছে গজোলডোবা একটা আকর্ষনীয় পর্যটনস্থল। বহু মানুষ জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে আসে।
তাই আরও পর্যটকদের আনাগোনা বাড়াতে কাশ্মীরের ডাল লেকের আদলে এবার তিস্তা ব্যারেজের পাশে গজোলডোবাতে শিকারা চালু করেছে পর্যটন দফতর। গজলডোবার জলাশয়ে প্রায় ৭২টি নৌকা চলে। এর মধ্যে কিছু নৌকাকে শিকারার রূপ দেওয়া হয়েছে। ডাল লেকের আদলে নৌকাবিহানের ফলে পর্যটকদের পাশাপাশি খুশি গজোলডোবার নৌকা চালকরা।
আরও পড়ুন: https://tribetv.in/travel-destination-bankura-can-be-good-choice-in-winter/
নৌকাচালকদের কথায়, শিকারা চালু হওয়ার ফলে তাদের খুব ভালো হয়েছে। গজলডোবা উত্তরবঙ্গের খুব ছোট্ট একটা গ্রাম। এক্ষেত্রে পাহাড়ি গ্রাম বললে একটু ভুলই হবে। জলপাইগুড়ি জেলার মালবাজারের ওদলাবাড়ির খুব কাছেই অবস্থিত এই গ্রাম। এর পশ্চিমে মহানন্দা আর পূর্বে তিস্তা। চাষবাসের জন্য তিস্তার উপর বাঁধ দেওয়া হয়েছে এবং সেখান থেকে এই গজলডোবায় নীল জলাধার তৈরি হয়েছে। এখানে তিস্তা খুব শান্ত। এই গজলডোবার জলাধারেই প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে। এখানে বিভিন্ন প্রজাতির শ্রাইক, পেলিক্যান, ওয়াগটেল, রাডি শেলডাকের দেখা পাওয়া যায়। তা দেখতেই মূলত ভিড় করেন পর্যটকেরা।