ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগর মেলার আর বেশিদিন বাকি নেই। তার আগে মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে গঙ্গাসাগর মেলায় (Gangasagar fair) কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।
মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন লক্ষ লক্ষ মানুষ। সেই মেলা আয়োজনের জন্য সর্বস্তরের প্রশাসনিক প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই তিনি জানান, এবার ২ হাজার ২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এবং ২১টি জেটি ব্যবহার করা হবে। তিনি এও জানান, সব যানের জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকবে। একই সঙ্গে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে যা করা হবে ইসরোর সাহায্যে। যাতে ইন্টারনেট না থাকলেও সমস্যা না নয়। আর গঙ্গাসাগরের (Gangasagar fair) মেগা কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটর করা হবে।
আগত তীর্থযাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষকে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছেন। ২ হাজার ২৫০টি সরকারি বাস এবং ২৫০টি বেসরকারি বাস চালানো হবে। জলপথে চলবে ৩২টি ভেসেল, ১০০টি বার্জ এবং ৯০০টি ছোট ভেসেল। প্রতিটিতে থাকবে স্যাটেলাইন ট্র্যাকিংয়ের ব্যবস্থা। পুণ্যার্থীদের সুবিধায় একক টিকিটের ব্যবস্থা করা হবে। থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা (Gangasagar fair)।
এবার সাগর পেরতে ভেসেলের অপেক্ষা আর করতে হবে না। মুড়িগঙ্গার উপর সেতু বানাবে রাজ্য সরকার। ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়েছে। আগামী ৪ বছরের মধ্যে শেষ হবে কাজ। মঙ্গলবার একথা আরও একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার সেতুর নামকরণও করে দিলেন তিনি। নাম রাখলেন, ‘গঙ্গাসাগর মেলা সেতু।’
আরও পড়ুন: Mamata Banerjee News: ‘২৬-এর মধ্যে বাকি ১৬ লক্ষ বাড়ি’, বাংলার আবাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, গঙ্গাসাগর (Gangasagar fair) নিয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যক্ষভাবে কাউকে নিশানা না করলেও বলেন, গঙ্গাসাগর অঞ্চলে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে। বেশি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করে সেই এলাকাগুলিতে বেশি খেয়াল রাখতে হবে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।