Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক বছর পর দলে ফিরেছেন এশিয়া কাপের জন্য। দলে এসেই জায়গা করে নিয়েছেন দলের সহ অধিনায়ক পদে (Asia Cup 2025)। অনেক সমালোচনা, প্রশ্নের পরেও শুভমন গিলের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করলেন ভারতের প্রাক্তন তারকা সুনীল গাওস্কর।
এশিয়া কাপের দলে শুভমন গিল (Asia Cup 2025)
সামনেই এশিয়া কাপ। একদিকে যেমন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকের মতে এই পরিস্তিতিতে পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ খেলা উচিত নয়। আবার অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচের পক্ষেও রয়েছেন অনেকে। এশিয়া কাপের দল নির্বাচনের দিকে নজর ছিল সবার (Asia Cup 2025)।
দিন দুই আগেই ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। তবে দল ঘোষণার পরেও যেন বিতর্ক পিছু ছাড়ছে না। দলে প্রত্যাবর্তন ঘটেছে টেস্ট দলের ক্যাপ্টেন ও ভারতের তারকা ব্যাটার শুভমন গিলের। একবছর পর দলে শুধু ফিরেছেন তাই নয় বরং তিনি থাকছেন দলের সহ অধিনায়কের ভূমিকায়। এই সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম ভারতের প্রাক্তন ক্রিকেটার ওপ্রাক্তন ভারতীয় প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
একদিকে যেমন এক প্রাক্তন বিস্ময় প্রকাশ করেছেন তেমন অন্যদিকে সুনীল গাওস্করের মতো প্রাক্তন পাশে দাঁড়িয়েছেন শুভমন গিলের। গাওস্কর বলেন, ‘এই তো দুই সপ্তাহ আগে ও ৭৫০-র অধিক রান করেছে। এই ফর্মে থাকা এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়া যায় না। ওকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তটার মাধ্যমেও গিলকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ও ভবিষ্যতে টি টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারে। আমার মতে এটা খুবই ভাল একটা সিদ্ধান্ত।’
আরও পড়ুন: ICC ODI Ranking: আইসিসি’র র্যাঙ্কিংয়ে নাম নেই কোহলি রোহিতের, তবে কি অবসর নিলেন দুই ব্যাটার?
গাওস্কর তার কথার সাথে আরও যোগ করেন গিলের ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্মেন্সের কথা। তিনি যেমন একদিকে তার ব্যাটিংয়ের প্রশংসা করেন তেমনই গিলের চাপ সামলানোর দক্ষতাকেও বাহবা দিয়েছেন। তিনি গিলকে নিয়ে যে আশাবাদী সেটা গাওস্করের কথাতেই স্পষ্ট (Asia Cup 2025)।

২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছিলেন শুভমন। তবে ইংল্যান্ড সিরিজে তো বটেই, গুজরাত টাইটান্সের হয়ে তার আগে আইপিএলে ভাল পারফর্ম করেছিলেন শুভমন। আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকদের অন্য়তম ছিলেন তিনি। এখন সবার নজর থাকবে এশিয়া কাপে তার এবং ভারতীয় দলের পারফরমেন্সের উপর (Asia Cup 2025)।