ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইসরায়েল সোমবার ৯০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দিয়েছে (Gaza Ceasefire Day 1)। এর কয়েক ঘণ্টা আগে হামাস তিনজন ইজরায়েলি বন্দিকে মুক্তি দেয়। গাজায় ১৫ মাসের যুদ্ধের পর এই প্রথম সফল বন্দি বিনিময় হলো। এই যুদ্ধে ৪৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।
কত জন মুক্তি পেলেন? (Gaza Ceasefire Day 1)
রবিবার হামাস তিনজন ইজরায়েলি মহিলা বন্দিকে মুক্তি দেয় (Gaza Ceasefire Day 1)। তারা ৭ অক্টোবর, ২০২৩-এ হামাসের ইজরায়েলি শহরে আক্রমণের সময় আটক হয়েছিলেন। চুক্তি অনুযায়ী, ইজরায়েল তাদের কারাগার থেকে ৯০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেয়।
মোট ৩৩ জন ইজরায়েলি বন্দি, যাদের হামাস সেই আক্রমণের সময় আটক করেছিল, তাদের ৪২ দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে শত শত প্যালেস্তিনীয় বন্দিও মুক্তি পাবে।
কারা মুক্তি পেলেন? (Gaza Ceasefire Day 1)
মুক্তিপ্রাপ্ত তিন বন্দি এমিলি দামারি, রোমি গনেন এবং ডোরন স্টেইনব্রেচার তাদের মায়েদের সঙ্গে পুনর্মিলিত হন (Gaza Ceasefire Day 1)। ইজরায়েলি সামরিক বাহিনী একটি আবেগঘন ভিডিয়ো শেয়ার করে এই ঘটনার।
আরও পড়ুন: Trump Dance: ‘ওয়াইএমসিএ’- এর বিখ্যাত নৃত্যের তালে নাচলেন ট্রাম্প
কী বললেন প্রধানমন্ত্রী?
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “তারা অন্ধকার থেকে ফিরে এসেছে। রোমি, ডোরন এবং এমিলি – গোটা দেশ তোমাদের জন্য উৎসব করছে। তোমাদের ঘরে ফেরার জন্য অভিনন্দন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সবাইকে আমরা ফিরিয়ে আনব।”
কার্যকর যুদ্ধবিরতি
ইজরায়েল রবিবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু করে। তবে এটি পূর্ব নির্ধারিত সময় থেকে প্রায় তিন ঘণ্টা পরে কার্যকর হয়। কারণ যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মুক্তি পেতে চলা তিন বন্দির নাম সময়মতো না জানানোয় বিলম্ব হয়।
হামাস জানায়, “প্রযুক্তিগত সমস্যার” কারণে তারা সেই তালিকা দিতে দেরি করেছে। পরে তারা তালিকা শেয়ার করে এবং যুদ্ধবিরতি শুরু হয়।
আরও পড়ুন: Donald Trump on TikTok: আমেরিকায় ফিরছে টিকটক, আশ্বাস দিলেন ট্রাম্প
আক্রমন এবং বন্দী
হামাসের ৭ অক্টোবরের আক্রমণে ১,২১০ জন মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক। হামাস ২৫১ জনকে বন্দি করে, যাদের মধ্যে ৯৪ জন এখনও গাজায় বন্দি আছেন। এর মধ্যে ৩৪ জন মৃত বলে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
কবে শুরু হবে দ্বিতীয় পর্ব?
যুদ্ধবিরতির প্রথম পর্বের ১৬তম দিনে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু হবে। এতে সব জীবিত বন্দি মুক্তি এবং তৃতীয় পর্বে মৃতদেহ ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে গাজার পুনর্গঠন শুরু হবে।
এর আগের যুদ্ধ বিরতি
২০২৩ সালের নভেম্বর মাসে এক সপ্তাহের জন্য এ ধরনের যুদ্ধবিরতি হয়েছিল। তখনও হামাস ইজরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে প্যালেস্তিনীয় বন্দিদের মুক্তি হয়।
গাজায় ইসরায়েলি হামলায় ৪৭,০০০-এর বেশি প্যালেস্তিনীয় নাগরিক নিহত হন এবং ১,১০,০০০-এর বেশি আহত হয়েছেন। ২.৩ মিলিয়ন জনসংখ্যার প্রায় সবাই এখন গৃহহীন।