ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্রাউজার হিসেবে সারা বিশ্বে সব থেকে উপরে রয়েছে গুগল ক্রোম(Google Chrome)। তবে এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ডিভাইস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে বলে আশঙ্কাও রয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গুগল ক্রোম ব্রাউজার সম্পর্কে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের এক কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সতর্ক না হলে হ্যাকাররা ইউজারদের ডিভাইস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে, এই আশঙ্কাও রয়েছে। চুরি করতে পারে সংবেদনশীল তথ্য, ইনস্টল করে দিতে পারে ক্ষতিকারক সফটওয়্যার। এমনকী, সেখান থেকে অন্য সিস্টেমে হামলাও করতে পারে।
উচ্চ সতর্কতা জারি (Google Chrome)
বর্তমানে Google Chrome-এর জন্য উচ্চ সতর্কতা জারি করেছে Indian Computer Emergency Response Team (CERT-In)। আসলে ব্রাউজারে একাধিক vulnerabilities-এর জন্যই মূলত এই সতর্কতা। এগুলি ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। CERT-In এই বিষয়টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই জানাচ্ছে। প্রযুক্তির খুঁটিনাটি-সহ জানিয়ে দেওয়া হয়েছে উইন্ডোজ ও ম্যাক ইউজারদের ক্ষেত্রে গুগল ক্রোমের 132.0.6834.110/111 ভার্শনের আগের সব ভার্শনই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার লিনাক্সের ক্ষেত্রে 132.0.6834.110। এই সব ত্রুটি এড়াতে ইউজারদের অবিলম্বে গুগল ক্রোম(Google Chrome) আপডেট করতে বলা হয়েছে।
বৃদ্ধি পাচ্ছে আর্থিক জালিয়াতি (Google Chrome)
হ্যাকাররা আসলে এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। যার জেরে পাসওয়ার্ড, ব্যাঙ্কিং তথ্য, অ্যাড্রেস এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য-সহ সেনসিটিভ ইউজার ডেটা বেআইনি ভাবে অ্যাক্সেস করার ডেটা পেয়ে যাচ্ছে। এর জেরে বৃদ্ধি পাচ্ছে আর্থিক জালিয়াতি এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ক্রোম এক্সটেনশন এবং V8-এ Type Confusion-এর মতো অস্বাভাবিকতা থেকেই এই ধরনের দুর্বলতাগুলি তৈরি হচ্ছে। যা ব্রাউজারের(Google Chrome) নিরাপত্তা বাইপাস করতে সাহায্য করছে অপরাধীদের।
আরও পড়ুন:WhatsApp Chat Lock: হোয়াট্সঅ্যাপের চ্যাট গোপনীয়তা বজায় রাখতে শিখে রাখুন চ্যাট লক
অনায়াসেই ডিভাইস অ্যাক্সেস
Moneycontrol-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই দুর্বলতা বা ঘাটতি বা vulnerabilities-এর জন্যই বহিরাগত সাইবার অপরাধীরা নিজেদের পছন্দমতো কোড রান করতে পারে দুর্বল সিস্টেমগুলিতে। এর মাধ্যমে অনায়াসে ওই ডিভাইসে অ্যাক্সেস পেয়ে যায় তারা। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহজেই তাদের হাতে এসে যায়। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব নিজেদের ক্রোম ব্রাউজার(Google Chrome) আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
লেটেস্ট ভার্সন আপডেট করার ধাপ
Google Chrome-এর লেটেস্ট ভার্সন আপডেট করার জন্য এই ধাপগুলি অনুসরণ করতে হবে-১. Google Chrome ওপেন করতে হবে। উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। ২. এবার Help অপশনে যেতে হবে। এরপর About Chrome সিলেক্ট করতে হবে। ৩. Google Chrome স্বয়ংক্রিয় ভাবে নতুন আপডেটের জন্য চেক করতে হবে। এরপর লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে। ৪. এবার আপডেট কমপ্লিট করার জন্য নিজের ব্রাউজার(Google Chrome) রিস্টার্ট করতে হবে।
আরও পড়ুন:Smartphone Care: স্মার্টফোন রাখুন যত্নে, আপনার সঙ্গী হবে আরও বেশিদিন!
অনলাইন ডেটা সিকিউরিটি
ক্রোম আপডেটের ক্ষেত্রে অনেক সময় অটোমেটিক আপডেটও অন করা থাকে। সেক্ষেত্রেও বিপদের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। পাশাপাশি নিয়মিত কুকি, ক্যাশ ডিলিট করা দরকার। ডিলিট করা যেতে পারে হিস্ট্রিও। আজকালকার ডিজিটাল যুগে অনলাইন ডেটা সিকিউরিটি সবথেকে জরুরি। বিশেষ করে পাসওয়ার্ড এবং ব্যাঙ্কিং তথ্যের মতো সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তাই কারও কোনও সিকিউরিটি আপডেট অবহেলা না করাই উচিত। তাহলেই কেবল নিজের ডেটা এবং গোপনীয়তা সুরক্ষিত রাখা সম্ভব।