ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবারও সেই সতর্কতা থাকবে। ইতিমধ্যেই কলকাতাসহ বিভিন্ন শহরে পারদ চড়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি, কোথাও তা ছাড়িয়েও গিয়েছে। ফলে হাঁসফাঁস গরমে দিশেহারা অবস্থায় শহরবাসী।
বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা কিছু জেলায় (Rain Forecast)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সোমবার বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের কোথায়, কতটা তাপপ্রবাহ? (Heatwave Alert)
তাপপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে আগামী কয়েক দিন গরমের প্রভাব তীব্র থাকবে। কলকাতায় যদিও সরাসরি তাপপ্রবাহের সতর্কতা নেই, তবে গরমের অস্বস্তি এতটাই বেশি যে তা কার্যত তাপপ্রবাহের (Heatwave Alert) অনুভূতি তৈরি করছে।
আরও পড়ুন: Weather Update: চরম গরমে দক্ষিণে দুঃখের খবর, উত্তরে তেড়ে বৃষ্টি
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, সেটিও স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। দমদমে পারদ পৌঁছেছে ৪০.৮ ডিগ্রিতে, সল্টলেকে ৪০.৪ ডিগ্রি। পানাগড়, কলাইকুন্ডা ও ঝাড়গ্রামেও ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গের থেকে কিছুটা ভিন্ন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Blue Line Metro: সপ্তাহের প্রথম দিনেই কম চলবে মেট্রো! বুদ্ধপূর্ণিমায় ব্লু লাইনে সময়সূচী পরিবর্তন
তাপপ্রবাহ মালদহ ও দক্ষিণ দিনাজপুরে (Heatwave Alert)
উত্তরবঙ্গের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে (Heatwave Alert)। বিশেষ করে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে এই গরমের প্রভাব তীব্র হতে পারে। তবে রাজ্যের কোনও অংশেই আগামী ছয়দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।