ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হিমাচল প্রদেশে আবারও প্রকৃতির ভয়াল তাণ্ডব। গত কয়েক দিন ধরে রাজ্যের একাধিক এলাকায় চলছে অতি ভারী বৃষ্টি, যার জেরে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের ঘটনা ঘটছে একের পর এক(Himachal Pradesh Cloudburst)। মঙ্গলবার সকালে মন্ডী জেলার করসোগে এক দিনে চার বার মেঘভাঙা বৃষ্টি হওয়ায় বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। নদী-নালা উপচে উঠে গ্রামাঞ্চলে ঢুকে পড়ে, তাতে বাড়ি, গাড়ি ও পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ, মৃত্যু হয়েছে কমপক্ষে একজনের—এমনই আশঙ্কা প্রকাশ করেছেন জেলা প্রশাসন।
এক দিনে চার বার মেঘভাঙা বৃষ্টি (Himachal Pradesh Cloudburst)
মন্ডী জেলার চারটি স্থানে মঙ্গলবার সকালেই পর পর মেঘভাঙা বৃষ্টির ঘটনায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। পটিকারী জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে(Himachal Pradesh Cloudburst)। জলের প্রবল চাপ বাড়তে থাকায় পন্ডোহ বাঁধের গেট খুলে দিতে বাধ্য হয় প্রশাসন, ফলে নতুন করে প্লাবিত হয় বহু এলাকা।
রাস্তা-পরিবহন বিপর্যস্ত, স্কুল-কলেজ বন্ধ (Himachal Pradesh Cloudburst)
কিরতপুর-মনালী জাতীয় সড়কে ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। মন্ডী ও সিরমৌর জেলায় ২৫৯টি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা (Himachal Pradesh Cloudburst)। মন্ডীতে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের ১৩০টি স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এবং কোথাও কোথাও জল সরবরাহ বন্ধ।

৬ জুলাই পর্যন্ত চলবে দুর্যোগ (Himachal Pradesh Cloudburst)
হিমাচল প্রদেশের চম্বা, কাংড়া, কুল্লু, শিমলা, সোলন, মন্ডী ও সিরমৌর জেলায় আগামী ৬ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন। জুন মাসেই ৩৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক নয়।রাজ্যে স্বাভাবিক জুন মাসে বৃষ্টিপাত হয় ১০১ মিমি, কিন্তু এ বছর তা দাঁড়িয়েছে ১৩৫ মিলিমিটারে।
এখনই মৃত্যু ২৩ (Himachal Pradesh Cloudburst)
গত ২০ জুন থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিমাচল রাজ্য প্রশাসন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। রাজ্যের এক আধিকারিক জানান, “এই ধরনের আবহাওয়া আগে দেখা যায়নি। অনিয়মিত, ঘন ঘন মেঘভাঙা বৃষ্টি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। উদ্ধারকারী দল সর্বতোভাবে চেষ্টা করছে।”

ক্রমেই অস্থির হয়ে উঠছে পাহাড় (Himachal Pradesh Cloudburst)
এই প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের আশঙ্কা ও প্রস্তুতির অভাব—উভয়কে সামনে তুলে ধরেছে(Himachal Pradesh Cloudburst)। হিমাচল এখন জলবায়ু সঙ্কটের ফ্রন্টলাইনে, যেখানে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধস বারবার জনজীবনে বিপর্যয় নামিয়ে আনছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসন ও এনডিআরএফ যৌথভাবে কাজ করছে। তবু অদূর ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।