Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্ট্রেট চুল(Hair)এখন অনেকেরই পছন্দের একটি ফ্যাশন। আসলে স্ট্রেট চুলে জট পড়ার তেমন সম্ভাবনা থাকে না। দেখভাল করাও বেশ সহজ। তাই হেয়ার স্ট্রেটনিংয়ের দিকে ঝোঁক বেশি নতুন প্রজন্মের। অনেকেই পার্লারে গিয়ে বহু টাকা খরচ করে থাকেন কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং করার জন্য। স্ট্রেট চুল সাম্প্রতিককালে নয়, শুরু থেকেই ফ্যাশনের ট্রেন্ডিং-এ রয়েছে। তাই এই আকর্ষনীয় লুক পেতে সকলেই চুলে কেমিক্যাল ব্যবহার না করাই ভাল।
কেমিক্যাল কিছুক্ষণের জন্য খুব চমক দিলেও কয়েকদিন বাদেই চুলের খারাপ অবস্থা হয়ে যায়। চুল পড়া থেকে শুরু করে অন্যান্য নানা ধরনের উপসর্গ দেখা যায়। এই পরিস্থিতিতে ঘরেই রয়েছে মুশকিল আসান! ঘরে বসেই অত্যন্ত কম খরচে সহজ এবং স্বাভাবিক উপায়ে করতে পারবেন হেয়ার স্ট্রেটনিং। তাহলে ঘরোয়া উপায়ে কীভাবে চুল সোজা করবেন? বিশদে জেনে নিন পার্লারে না গিয়ে ঘরোয়া উপায়েও চুল সোজার উপায়।
পাকা কলা ও টক দই(Hair)
টক দই খুশকি দূর করতে সাহায্য করে আর পাকা কলা চুল(Hair) নরম করে। মিক্সিতে পাকা কলা এবং দু’চামচ টক দই ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। মিশ্রণটি শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন। চুল মসৃণ ও সোজা হবে।

ডিম ও অলিভ অয়েল(Hair)
ডিম এবং অলিভ অয়েল দুই-ই চুলের পুষ্টি জোগায়। দু’টি ডিমের কুসুম ও অলিভ অয়েল ভাল করে ফেটিয়ে নিন। এ বার এই মিশ্রণটি চুলের(Hair)গোড়ায় ভাল করে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। যাঁদের চুল খুব রুক্ষ চুল মসৃণ ও কোমল করতে এই মিশ্রণটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন।

আরও পড়ুন: Women Rights: বিবাহিত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আইনি অধিকার, জেনে রাখা ভালো!
মধু ও অ্যালোভেরা
চুলের যত্ন নিতে মধু ও অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। অ্যালো ভেরার জেলের সঙ্গে মধু মিশিয়ে সেই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। ঘণ্টা দুয়েক রেখে দিন। তার পর শ্যাম্পু করে নিন। চুল কোমল ও মসৃণ করতে এক দিন অন্তর এই মিশ্রণটি ব্যবহার করুন।

আরও পড়ুন: 1 March Horoscope: ভাঙতে পারে মন, সম্পর্ককে রাখুন যত্নে, জানুন আজকের রাশিফল!