ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রূপচর্চায় ডিমের উপকারিতা(Beauty Benefits Of Eggs)নতুন নয়। প্রোটিন শুধু পেশির কার্যকারিতা বাড়াতে কিংবা কাজ করার এনার্জি জোগাতে সাহায্য করে না। সুন্দর ত্বকের জন্যও প্রোটিন জরুরি। দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খান। কিন্তু মুখে ডিম মাখতে গেলেই নাক সিঁটকান। আঁশটে গন্ধের জন্য রূপচর্চায় ডিম এড়িয়ে যান। তবে মূলত, চুলের যত্নেই ডিম ব্যবহার করতে দেখা যায় বেশি। কিন্তু ডিমের মধ্যে থাকা প্রোটিন ও ফ্যাট, ত্বক ঝকঝকে করতে দারুণ কাজে লাগে। এই ভাবে রূপচর্চায় ডিম ব্যবহার(Beauty Benefits Of Eggs) করলে উপকার পেতে বাধ্য আপনি।
শুষ্ক ত্বকে ডিমের ব্যবহার(Beauty Benefits Of Eggs)
শুষ্ক ত্বকের জন্য প্রথমে একটি ডিম নিয়ে তার থেকে কুসুম আলাদা করে নিন। এবার এই কুসুমটির সঙ্গে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। মুখে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলে এই প্যাকটি মুখে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে।
তৈলাক্ত ত্বকে ডিমের ব্যবহার(Beauty Benefits Of Eggs)
তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবল সম্ভবনা দেখা যায়। সেক্ষেত্রে একটি ডিমের কুসুম, এক চামচ মধু এবং এক চামচ বাদাম তেল নিয়ে তা ভাল করে মিশিয়ে নিন। এরপর ত্বকে প্যাকটি ত্বকে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: Oxygen Facial: কী এই অক্সিজেন ফেসিয়াল? কী উপকার মেলে ত্বকের?
স্বাভাবিক ত্বকে ডিমের ব্যবহার
ত্বক শুষ্ক বা তৈলাক্ত না হলে ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট রেখে মুখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে পরিষ্কার রাখতে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন: Skin Care Tips: শীতের ত্বক রুক্ষ-শুষ্ক? কয়েকটা টিপস, সব উধাও!
ডিম ব্যবহারে দূর হবে মুখের ব্ল্যাকহেডস
মুখের অন্যান্য সমস্যার মধ্যে একটি সমস্যা হল ব্ল্যাকহেডস। এরজন্য একটি ডিমের কুসুমকে ভাল করে ফেটিয়ে নিন। এরপর তা ব্রাশে করে নাকের চারপাশে লাগিয়ে নিন। এরপর একটি টিসু পেপার লাগিয়ে নিন নাকের উপর। ডিমের প্রথম লেয়ারটি শুকিয়ে গেলে আরেকটি লেয়ার লাগিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে কাগজ গুলিকে টেনে তুলে ফেলুন। দেখবেন কাগজের সঙ্গে ব্ল্যাকহেডসও উঠে আসবে।
ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ডিম
ত্বক উজ্জ্বল রাখতে একটি ডিমের কুসুম, এক চামচ ঘন ক্রিম এবং এক চামচ গাজরের রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি ত্বকে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করে তুলবে।