ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধুমধাম করে বিয়ে তো সারা হল। বেনারসির সঙ্গে মানানসই পাঞ্জাবি হল, চোখ ধাঁধানো ডেকোরেশন সঙ্গে মন ভরানো মেনু। এরপর নব দম্পতির মধুচন্দ্রিমার পালা (Honeymoon Destination)। বিদেশের মাটিতে হানিমুন প্ল্যান করবেন ভাবছেন?
কিন্তু বিদেশ ভ্রমণ মানেই ৮-১০ লক্ষ টাকার ধাক্কা। বিয়ের খরচ সামলে পকেট বাধ সাধছে? এখনও বাছতে পারছেন না হানিমুন ডেস্টিনেশন (Honeymoon Destination)? তা কম খরচে মানে ৮-১০ লক্ষ টাকার ধাক্কা না খেয়েই যদি বিদেশ ভ্রমণ হয়ে যায় তাহলে কেমন হয়? আপনার জন্য রইল এই পাঁচ ডেস্টিনেশনের খোঁজ।
শ্রীলঙ্কা (Honeymoon Destination)
ভারত থেকে বাজেট ফ্রেন্ডলি বিদেশ ভ্রমণ মানে হয় নেপাল, ভুটান কিংবা বাংলাদেশ। কিন্তু এই তিন দেশের মতোই পকেট ফ্রেন্ডলি বিদেশ হল শ্রীলঙ্কা (Sri Lanka)। গত কয়েক বছরে শ্রীলঙ্কা ভ্রমণের প্রবণতা বাড়ছে। সাংস্কৃতিক ঐতিহ্য, দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য সঙ্গে ভারত মহাসাগর আর কী চাই। ‘টার্টেল পয়েন্ট’, ‘রামবোডা জলপ্রপাত’, ‘সিগিরিয়া’র প্রাচীন শিলা দুর্গ এই জায়গাগুলো মিস করলে চলবে না। এছাড়াও শ্রীলঙ্কাতে রয়েছে পোলোনারুয়ার মতো নানা ঐতিহাসিক জায়গা (Honeymoon Destination)। রয়েছে বেন্টোটার মতো বিচ আর শ্রীলঙ্কার বিখ্যাত চা বাগান। আর ভারত থেকে শ্রীলঙ্কাগামী বিমানের ভাড়াও কম।
থাইল্যান্ড (Honeymoon Destination)
নীল জল, সবুজ পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব স্বপ্নের মতো দেশ থাইল্যান্ড (Thailand)। এশিয়ার এমন একটি দেশ যেখানে সারাবছরই পর্যটকদের আনাগোনা থাকে (Honeymoon Destination)। বিশেষ করে সদ্য বিবাহিত যুগলদের। হানিমুনের জন্য অন্যতম প্রিয় জায়গা হল এই থাইল্যান্ড (Thailand)। রোমাঞ্চকর রাইড থেকে শুরু করে রোম্যান্টিক থাকার জায়গা সবই পেয়ে যাবেন। তবে মজার বিষয় হল যে আপনাকে এখানে খুব বেশি অর্থ ব্যয় করতে হবে না। এটি আপনার বাজেটে থাকবে।
ভিয়েতনাম (Honeymoon Destination)
ভিয়েতনাম (vietnam) এশিয়ার একটি বিস্ময়কর দেশ, কিন্তু তারপরও এখানে পর্যটকদের ভিড় খুব কমই দেখা যায়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তাহলে আপনার স্ত্রীকে নিয়ে ভিয়েতনাম (vietnam) ঘুরে আসুন। ‘হালং বে’, ‘দালাত’-এর মতো জায়গাগুলোতে হানিমুন কাপলদের অবশ্যই যাওয়া উচিত। আপনি এবং আপনার সঙ্গী যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হন তাহলে ‘সাপা’ পর্যন্ত ট্রেক করতে ভুলবেন না।
আরও পড়ুন: Offbeat Tour: উইকেন্ডে কাটুক একান্তে, প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন পাপড়খেতি
ইন্দোনেশিয়া (Honeymoon Destination)
মধুচন্দ্রিমার জন্য আজকাল অনেকেই বালিকে (BALI) বেছে নেন। কম খরচে বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা হতে পারে ইন্দোনেশিয়া (Indonesia)। তাছাড়া ভারতীয়দের ভিসা নিয়েও এদেশে কোনও সমস্যা নেই। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও এশিয়ার বিভিন্ন জায়গাকে হার মানাবে ইন্দোনেশিয়া (Indonesia)। রোম্যান্টিক পর্যটকদের জন্য আদর্শ পর্যটনস্থল হতে পারে ইন্দোনেশিয়ার বালি। মধুচন্দ্রিমার জন্য সেরা জায়গা বালির উলুওয়াতু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কোনও তুলনা হয় না। শুধু হানিমুনই নয় ডেস্টিনেশন ওয়েডিং-এর স্থান হিসিবেও এই উলুওয়াতু বেশ জনপ্রিয়।
এখানে গেলে অবশ্যই এখানকার বিখ্যাত মন্দির দর্শন করবেন। বালির বিখ্যাত পাডাং পাডাং বিচে শনিবার করে নাইট পার্টির আয়োজন করা হয়। এই পার্টি কিন্তু একদম মিস করবেন না। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মাউন্ট বাতুর, ক্যাঙ্গু বিচ, একাধিক মন্দির, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘর, চকোলেট কারখানা, শাড়ির বাজারে ঢুঁ দিতেও ভুলবেন না যেন।
দুবাই (Honeymoon Destination)
কম খরচে এবং কম সময়ের মধ্যে বিদেশ ঘুরে দেখতে চান? হানিমুনে যেতে পারেন দুবাই (Dubai)। বিশ্বের উঁচু ইমারত থেকে শুরু করে মরুভূমির মাঝে সঙ্গীর সঙ্গে সময় কাটানো সবই পাবেন এখানে। এছাড়া সমুদ্র সৈকতের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।