ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় দু’বছর পথ চলার পরেও শেষমেষ থামতে হল। খুব শীঘ্রই শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় মেগা। বন্ধ হচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। টিআরপি ধরে রাখতে নায়ক বদল হয়েছে। গল্পে পরিবর্তন এসেছে। কিন্তু বিশেষ লাভ হল না। একের পর এক পেরিয়েছে সাতশোর বেশি পর্ব। ধারাবাহিকটি বেঙ্গল টপারও ছিল। তবে এবার শেষ হওয়ার পালা।
ব্যতিক্রম ধারাবাহিক (Horogouri Pice Hotel)
১৮ই জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার হবে হরগৌরী পাইস হোটেলের (Horogouri Pice Hotel) শেষ শ্যুট। খেয়াল করে দেখবেন, সম্প্রতি ধারাবাহিক গুলোর বয়স খুব বেশি এগোয় না। কোনও ধারাবাহিক তিন মাসে বন্ধ হয়ে যায়, কোনও ধারাবাহিক আবার ছয় মাসে বন্ধ হয়ে যায়। হরগৌরী পাইস হোটেল সেই তালিকায় একটু ব্যতিক্রম ছিল বলতে পারেন। শুরুটা হয়েছিল দুর্দান্ত এক গল্প দিয়ে। বেঙ্গল টপার হয়েছিল। পর্দায় শঙ্কর ঐশানী অর্থাৎ রাহুল মজুমদার (Rahul Mazumdar) এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের (Suvosmita Mukherjee) কেমিস্ট্রি দর্শক ভীষণ ভাবে পছন্দ করেছিল।
ধারাবাহিকের গল্প (Horogouri Pice Hotel)
একটা পাইস হোটেল (Horogouri Pice Hotel) এবং বনেদি যৌথ পরিবারকে কেন্দ্র করেছিল গল্প। পাশাপাশি ছিল সংসার সামলে ঐশানীর পুলিশ অফিসার হওয়ার লড়াই। এত কিছুর মাঝেও আবার ছিল, প্রেমের গল্প। সবকিছুর মিলেমিশে এই ধারাবাহিক একসময় দর্শকের অত্যন্ত মনোগ্রাহী ছিল। রাতের দিকে ধারাবাহিকটির স্লট থাকলেও, দর্শক হরগৌরী পাইস হোটেল দেখতে ভুলতেন না।
আরও পড়ুন: Felu Bokshi: ‘ফেলু বক্সী’ নিয়ে অকপট পরী, ছবিতে তার চরিত্র কেমন?
নায়ক বদল
যতদিন গিয়েছে, গল্প এগিয়েছে। মাঝে গল্পে বারংবার টুইস্ট এসেছে। গল্পের পাশাপাশি নায়কও বদল হয়েছে। ২০২৪ এর জুন মাস থেকে রাহুল-শুভস্মিতা জুটির বদলে দর্শক এই ধারাবাহিকে দেখতে পান অর্ণব বন্দোপাধ্যায় এবং শুভস্মিতার জুটিকে। তখনই শেষ হয় শঙ্কর অর্থাৎ রাহুল মজুমদারের চরিত্রটি। গল্পের সাথে সাথে দেখানো হয়, শঙ্কর এবং ঐশানীর মৃত্যু। তাদের মেয়ে ধৃতি এবং সেই মেয়ের প্রেমিক রুদ্র রায়চৌধুরীকে নিয়ে এগোয় গল্প। মাঝে নায়কের ভূমিকায় কয়েকদিন আবার অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস রায়। তারপর ইন্দ্রাশিসের জায়গায় আসেন অর্ণব। কিন্তু বেশি দিন গল্প এগোল না। টিআরপি গিয়ে ঠেকে তলানিতে।
আরও পড়ুন: Saif Ali Khan Stabbed: বাড়িতে ঢুকে সইফকে ছুরির কোপ, হাসপাতালে ভর্তি অভিনেতা
আসছে নতুন মেগা!
শেষ সপ্তাহে রেটিং ছিল ৩.৫ মতো। হয়ত জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারি শুরুতেই এই মেগা শেষ হয়ে যাবে। কারণ ১৮ই জানুয়ারি শেষ শ্যুট হচ্ছে। সেই জায়গায় দেখতে পেতে চলেছেন নতুন মেগাকে। তবে নতুন কোন মেগা দেখা যাবে, তা এখনও জানা যায়নি। এই ধারাবাহিকটি চলছিল যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা থেকে। ২০২২ এর শেষের দিকে শুরু হয়েছিল পথ চলা। ২০২৫-এ এসে থামল সেই যাত্রা। দু বছরের বেশি সময় এই ধারাবাহিক চলেছে এবং দর্শক পছন্দ করেছে। এটা কিন্তু কম বড় পাওনা নয়।