ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে গিয়ে ছ’কোটি ডলার মূল্যের একটি F/A-18 সুপার হর্নেট যুদ্ধবিমান হারাল মার্কিন সেনা (Houthis Attack On Us Aircraft)। সোমবার ইয়েমেন উপকূলে চলা এই উত্তপ্ত পরিস্থিতিতে, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজ USS Harry S. Truman হঠাৎ দিক পরিবর্তন করতে বাধ্য হলে সমুদ্রের জলে পড়ে যায় ওই আধুনিক যুদ্ধবিমানটি। ঘটনায় আহত হয়েছেন বিমান ডেকে থাকা একটি টাগ ট্রাক্টরের চালক।
কীভাবে ঘটল দুর্ঘটনা? (Houthis Attack On Us Aircraft)
পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলা চলাকালীন হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলায় তৎপর হয়ে ওঠে USS Harry S. Truman (Houthis Attack On Us Aircraft)। ওই মুহূর্তে ডেকে থাকা F/A-18 Super Hornet বিমানটি ট্রাক্টরের সাহায্যে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হচ্ছিল। যুদ্ধজাহাজ হঠাৎ বাঁক নেওয়ায় ভারসাম্য হারিয়ে পড়ে যায় ছ’কোটি ডলারের বিমাটি। বিমানটি উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছে মার্কিন সেনা (US Military)।
পটভূমি: হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলা(Houthis Attack On Us Aircraft)
গত বছর ৭ অক্টোবর হামাসের হামলা ও গাজায় ইজ়রায়েলের পাল্টা আক্রমণের পর থেকেই মধ্য প্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে(Houthis Attack On Us Aircraft)। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন উপকূল থেকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আক্রমণ চালাচ্ছে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলির উপর। এর মধ্যে বেশ কিছু ভারতীয় জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, হুথিরা ইজ়রায়েলকেও নিশানা করেছে একাধিকবার।হুথিদের এই কার্যকলাপ মোকাবিলায় আমেরিকা ও ইজ়রায়েল যৌথভাবে আকাশপথে হামলা চালাচ্ছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলে। অন্যদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারও স্থলপথে হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। যদিও রাজধানী সানা ও তার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও হুথি-নিয়ন্ত্রিত।

ভূ-কৌশলগত গুরুত্ব ও লোহিত সাগরের নিরাপত্তা(Houthis Attack On Us Aircraft)
লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ। আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল এই জলপথ দিয়ে দৈনিক কয়েকশো পণ্যবাহী জাহাজ চলাচল করে। হুথিদের লাগাতার আক্রমণে আন্তর্জাতিক বাণিজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধজাহাজগুলির টহল ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের আশঙ্কা (Houthis Attack On Us Aircraft)
এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকান রাজনীতিতে নিরাপত্তা ব্যয় ও বিদেশনীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে(Houthis Attack On Us Aircraft)। পেন্টাগনের এক সূত্রের মতে, “এই অঞ্চল আরও অস্থির হয়ে উঠছে। প্রতিটি প্রতিক্রিয়া হিসেব করে নিতে হবে।” মার্কিন প্রশাসন জানাচ্ছে, হুথি বিদ্রোহীদের প্রতিরোধে সমস্ত রকম সামরিক ও কূটনৈতিক উপায় প্রয়োগ করা হবে।
আরও পড়ুন: Pahalgam Attack : পহেলগাঁও হামলার সাতদিন পার! অধরা জঙ্গিরা কোথায়,কেন মিলছে না উত্তর?
সংঘাত ও উত্তেজনার প্রতীক(Houthis Attack On Us Aircraft)
একটি যুদ্ধবিমান হারানো শুধু প্রযুক্তিগত ক্ষতি নয়, এটি প্রতীক হয়ে উঠছে লোহিত সাগরে ক্রমবর্ধমান সংঘাত ও উত্তেজনার। ইয়েমেন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে আঞ্চলিক শক্তিগুলির পদক্ষেপ ও আন্তর্জাতিক কূটনীতির উপর। যুদ্ধবিমানের পতনের ছায়া তাই আপাতত সমগ্র লোহিত সাগরের ভূরাজনৈতিক ভবিষ্যতের উপরই পড়েছে।