ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে…’ ভ্রমণ সঙ্গীর অভাবই হোক বা নিজের সঙ্গে সময় কাটানোর তাগিদ, ‘সোলো ট্রিপ’ (Solo Trip) বা একলা ভ্রমণ গত কয়েক বছরে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।রোজের কর্মব্যস্ততা, ব্যক্তিগত জীবনের এক রাশ দায়িত্ব পালনের মাঝে খানিকটা বিরতি নিয়ে নিজের সঙ্গে সময় কাটাতে, বলা ভাল, নিজের সম্পূর্ণ স্বাধীনতায় একা ঘুরে বেড়ানোর তাগিদ ক্রমশ বাড়ছে।আমাদের অনেকেরই মনে বাসনা থাকে সোলো ট্রিপে (Solo Trip) যাওয়ার। অনেকে যান। অনেকে যেতে ভয় পান। তবে একা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় নজর রাখা জরুরি।
১) হোমওয়ার্ক : একলা ভ্রমণে (Solo Trip) হোমওয়ার্ক হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ।যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে সম্পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করুন। যেখানে যাবেন, সেখানে থাকার জন্য ‘হস্টেল’-এর সুবিধা আছে কি না, হোটেলে একাকী রাত্রিবাসের ছাড়পত্র মেলে কি না, আর গণ পরিবহণের অবস্থা কতটা ভাল, মূল শহর থেকে কতটা দূরে,সর্বোপরি জায়গাটি একলা ভ্রমণের জন্য কতটা নিরাপদ, এই সমস্ত বিষয় জেনে নিতে হবে।
২) প্ল্যান করুন: কত দিনের জন্য যাবেন ,কোন হোটেলে থাকবেন, কোন দিন কোথায় ‘সাইটসিন’-এ যাবেন, সবকিছু আগে থেকে প্ল্যান করুন। পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করলে গুগল ম্যাপে নজর রাখুন(Solo Trip)।
৩) বাজেট: একা ঘুরতে গেলে (Solo Trip) কোনও শেয়ারিং থাকে না বলে পকেটে টান পড়তে পারে। তাই আগে থেকে বাজেট বেঁধে নিন।হোমওয়ার্ক অনুযায়ী হোটেল খরচ, যাতায়াতের খরচ, শপিংয়ের খরচ সবকিছুর খরচ আগে থেকে ছকে ফেলুন। তবে বাজেটে অবশ্যই এমার্জেন্সির জন্য কিছু টাকা বরাদ্দ রাখবেন। বাজেটের বাইরে বিলাসিতা না করাই ভালো। অনলাইন পেমেন্ট বা কার্ডয়ের সুবিধা সব জায়গায় নাও পেতে পারেন, তাই পর্যাপ্ত ক্যাশ নিয়ে যাওয়া ভালো।
৪) ফোনের চার্জ: ২০২৫এ দাঁড়িয়ে মুঠোফোন ছাড়া এক পাও পথ চলা কঠিন। অনলাইন পেমেন্ট থেকে গুগল ম্যাপ, কিংবা নিকটবর্তী রেস্টুরেন্টের খোঁজ সব কিছুর জন্যই আমরা ফোনের ওপর নির্ভরশীল।তাই একা বেড়াতে গেলে ফোনে চার্জ ঠিক মতো রাখতে হবে।যাতে বিপদে পড়লে যোগাযোগ করতে পারেন। একা ট্যুর প্ল্যান করলে যতই ছবি, ভিডিও তুলুন, ফোনের চার্জ যেন ঠিক থাকে। সারাদিন বেড়ানোর সময়ে কাছে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।
আরও পড়ুন : ডিজিটাল দুনিয়ায় ক্লান্ত শরীর মন, দরকার ডিজিটাল ডিটক্স
৫) নিরাপত্তা : সোলো ট্রিপে আপনার নিজের নিরাপত্তার দায়িত্ব আপনার নিজের। আপনার অবস্থান সম্পর্কে বন্ধু এবং পরিবারকে জানিয়ে রাখুন।আপনি যেখানেই যান না কেন, আপনার সঙ্গে স্থানীয় পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবার নম্বর রাখুন। বিপদে পড়লে অবিলম্বে তাঁদের সঙ্গে আপনার লাইভ লোকেশন শেয়ার করুন।অজানা, অচেনা কিংবা সন্দেহভাজন ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন। মোটামুটি জনবহুল এলাকাতেই থাকার ব্যবস্থা করুন। যাতে বিপদে পড়লে সহজেই সাহায্যে পান। সোলো ট্রিপের সময় আপনার সঙ্গে পেপার স্প্রে এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী রাখতে পারেন।
আরও পড়ুন : শীতের সকালে কফির কাপে চুমুক, রইল ৫ কফির সন্ধান…
৬)ফাস্ট এড কিট : সোলো ট্রিপের জন্য ব্যাগ গোছানোর সময় ফাস্ট এড কিট নিতে ভুলবেন না।
ফাস্ট এড কিটে ব্যান্ডেড,এন্টিসেপ্টিক, প্রয়োজনীয় ওষুধ রাখুন। জ্বর, পেট খারাপ, অ্যাসিডিটি, মাথা ধরার ওষুধ ব্যাগে রাখুন। সেই সঙ্গে নিয়মিত যে ওষুধ খান, সেগুলিও সঙ্গে রাখবেন।