ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার ভোরে (ভারতীয় সময়) জেরুসালেমে তাঁর দফতরে সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন(India Israel Relation)। বৈঠকে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং তাঁর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ট্রাম্পের শুল্ক চাপ ও ইজরায়েলের মধ্যস্থতা (India Israel Relation)
এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হল, যখন আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে ঘিরে একাধিক কূটনৈতিক টানাপড়েন চলছে(India Israel Relation)। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই প্রেক্ষাপটে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে নেতানিয়াহুর বৈঠককে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, বিশেষত যখন ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইজরায়েল।
নেতানিয়াহুর দফতরের এক্স পোস্টে উল্লেখ করা হয়েছে, “প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন, বিশেষ করে নিরাপত্তা ও অর্থনৈতিক খাতে।” ইজরায়েল ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা রয়েছে, বিশেষত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ও সন্ত্রাসবিরোধী সহযোগিতার ক্ষেত্রে(India Israel Relation)।
ট্রাম্প-মোদির ব্যক্তিগত সম্পর্ক (India Israel Relation)
শুল্কসংক্রান্ত ভারত-মার্কিন সম্পর্কে টানাপড়েনের মধ্যেই বৃহস্পতিবার নেতানিয়াহু (Benjamin Netanyahu) ভারতীয় সাংবাদিকদের একটি দলের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের আলাপচারিতা করেন(India Israel Relation)। সেখানে তিনি একাধিক বিষয় নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ। নেতানিয়াহুর মতে, “ট্রাম্প এবং মোদীর বন্ধুত্ব দুর্দান্ত, আর ভারত-মার্কিন সম্পর্কও যথেষ্ট মজবুত।”
হাস্যরস মিশিয়ে নেতানিয়াহু আরও বলেন, ট্রাম্পকে কীভাবে সামলাতে হয়, তা নিয়ে তিনি গোপনে মোদীকে কিছু পরামর্শ দিতে চান। এই মন্তব্য কূটনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে।

নেতানিয়াহুর সম্ভাব্য ভারত সফর (India Israel Relation)
আলোচনায় গাজা পরিস্থিতি এবং ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গও ওঠে(India Israel Relation)। নেতানিয়াহু জানান, ওই অভিযানের আগে ইজরায়েল ভারতকে যে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল, সেগুলি প্রত্যাশামাফিক কাজ করেছে। এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধু আনুষ্ঠানিক নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রে তা কার্যকর প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজা দখল নয়, হামাস নির্মূল ও শান্তিপূর্ণ প্রশাসনের লক্ষ্য নেতানিয়াহুর
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সম্ভাব্য ভারত সফর হলে তা কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককেই নতুন গতি দেবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে ভারত-ইজরায়েল সম্পর্কের ভূ-রাজনৈতিক গুরুত্বও বাড়াবে(India Israel Relation)। একই সঙ্গে মার্কিন শুল্ক নীতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে ভারত-ইজরায়েল ঘনিষ্ঠতা একটি কৌশলগত বার্তা পাঠাবে।
এখন নজর রয়েছে, এই বৈঠকের পর বাস্তবিক পদক্ষেপ কী হয় এবং নেতানিয়াহুর ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে। কারণ, ভারত ও ইজরায়েলের মধ্যে সহযোগিতা শুধু প্রতিরক্ষা বা নিরাপত্তা ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়—কৃষি, প্রযুক্তি ও উদ্ভাবনেও দুই দেশ দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করছে।