ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের জুন মাসে খনি (Industrial growth pulled down), বিদ্যুৎ এবং প্রাথমিক পণ্য খাতের কারণে শিল্প বৃদ্ধিতে মন্দা দেখা দিলেও, উৎপাদনে উন্নতি দেখা যায়।
জুনে শিল্প উৎপাদন বেড়েছে মাত্র ১.৫ শতাংশ (Industrial growth pulled down)
২০২৫ সালের জুন মাসে শিল্প কার্যকলাপের বৃদ্ধি নেমে এসেছে মাত্র ১.৫ শতাংশে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন (Industrial growth pulled down)। মে মাসে এই বৃদ্ধির হার ছিল ১.৯ শতাংশ। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্প উৎপাদন সূচক (আইআইপি)-র এই পতনের মূল কারণ হল খনিশিল্প খাতের ব্যাপক সংকোচন এবং বিদ্যুৎ ও প্রাথমিক সামগ্রীর খাতে দুর্বল পারফরম্যান্স। এই ধরনের নিম্ন বৃদ্ধি এর আগে ২০২৪ সালের আগস্টে দেখা গিয়েছিল।
খনিশিল্প ও বিদ্যুৎ খাতে সংকোচন (Industrial growth pulled down)
২০২৫ সালের জুন মাসে খনি ও খনিজ উত্তোলন খাত ৮.৭ শতাংশ হারে সংকুচিত হয়েছে (Industrial growth pulled down)। এটি ২০২০ সালের আগস্টের পর এই খাতের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। বিদ্যুৎ খাতও সংকোচনের পথে থেকেছে। জুন মাসে এই খাতে ২.৬ শতাংশ সংকোচন হয়েছে। যদিও মে মাসে সংকোচন ছিল আরও বেশি, ৪.৭ শতাংশ, তবে ২০২৪ সালের জুনে এই খাতে ৮.৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল। সেই তুলনায় চলতি বছরের পারফরম্যান্স অনেকটাই খারাপ।
আরও পড়ুন: S-500 Air Defence Missile : ভারত আনছে রাশিয়ার এস-৫০০ ট্রায়াম্ফটর-এম! আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন
উৎপাদন খাতে খানিকটা আশার আলো
সবচেয়ে ভালো খবর এসেছে উৎপাদন খাত থেকে। জুন ২০২৫-এ এই খাতে ৩.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। মে মাসে এই হার ছিল ৩.২ শতাংশ এবং গত বছরের জুনে ছিল ৩.৫ শতাংশ।
আরও পড়ুন: Starlink in India: ভারতে স্টারলিংককে সর্বোচ্চ ২০ লক্ষ সংযোগের অনুমতি, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
প্রাথমিক পণ্যে প্রবল ধাক্কা, কিছু খাতে উন্নতি
প্রাথমিক পণ্যের খাতেও বড় ধাক্কা লেগেছে। এই খাতে ২০২৫ সালের জুনে ৩ শতাংশ সংকোচন হয়েছে, যা গত ৫৬ মাসের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। তবে মধ্যবর্তী পণ্য এবং পরিকাঠামো ও নির্মাণ সামগ্রীর খাতে কিছুটা স্বস্তির খবর মিলেছে। এই দুই খাতে বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৫.৫ শতাংশ এবং ৭.২ শতাংশ। মধ্যবর্তী পণ্যের খাতে ছয় মাসের মধ্যে এবং পরিকাঠামো খাতে তিন মাসের মধ্যে এই বৃদ্ধিই সর্বোচ্চ।