ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা। এখনও পর্যন্ত বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকার সম্ভাবনাই প্রবল। সরকারের নির্দেশের অপেক্ষায় গিল্ড। জানালেন গিল্ডের প্রেসিডেন্ট ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।
২৮ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন বিকেল চারটেয় বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কবি সাহিত্যিকরা ছাড়াও এবছরের ফোকাল থিম কান্ট্রি জার্মানির বিশিষ্ট জনেরাও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা খোলা আকাশের নীচে হবে। এবারের মেলায় কোনও হল থাকছে না বলে জানিয়েছে গিল্ড। ৪৮ বছরের মেলার ইতিহাসে প্রথমবার বাংলাদেশের স্টল থাকা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। যদিও প্রতিবছরের মতো কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে ২০টি দেশ। থাকবে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশও।
বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলায় স্টলের সংখ্যা এক হাজার। মেলায় ন’টি গেট থাকছে। একটি গেট হচ্ছে জার্মান সাহিত্যিক গ্যয়েটের নামে। আরেকটি গেট জার্মান ভাষাবিদ ম্যাক্সমুলারের নামে। এবার বইমেলায় নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা, অরুন্ধতী দেবীর জন্ম শতবর্ষ এবং কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের ১২৫ তম জন্ম বর্ষপূর্তি উদযাপিত হবে। বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ছয় থেকে আটই ফেব্রুয়ারি।
আরও পড়ুন: https://tribetv.in/external-affairs-minister-visit-to-china/
তবে গত কয়েক বছর ধরে বইমেলায় বেড়েছে অনলাইনে বইকেনা। গুগুল পে,ফোন পে কিংবা পেটিএমেই কেনাকাটিতে সাচ্ছন্দ্য অনেক পাঠক। তাই আন্তর্জাতিক বইমেলার অ্যাপ খুব শীঘ্রই প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।