ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের রাজ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এবার ঘটনা হুগলী জেলার আরামবাগে (Arambag Polytechnic College)। পরীক্ষার আগেই ‘ফাঁস’ ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র। ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড আরামবাগ পলিটেকনিক কলেজ চত্বরে (Arambag Polytechnic College)। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
ফাঁস’ ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র (Arambag Polytechnic College)
পরীক্ষার আগেই ফাঁস প্রশ্নপত্র! শুধু প্রশ্নপত্র নয় ,পাশের জেরক্সের দোকানে দেদার বিকোচ্ছে উত্তরপত্রও। এ দিন ছিল আরামবাগ পলিটেকনিক কলেজে (Arambag Polytechnic College) প্রথম বর্ষের ফার্মাসিস্ট পরীক্ষা। অভিযোগ, ফার্মাসিস্ট পরীক্ষার প্রায় দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরীক্ষার ঘণ্টা দুই আগে প্রশ্ন পেয়ে অনেকে তাতে উত্তর লেখাও শুরু করে দেন। কলেজের চত্বরেই এদিন দেখা যায় গণটোকাটুকির ছবি।
দালাল চক্রের রমরমা (Arambag Polytechnic College)
স্থানীয়দের অভিযোগ, কিছু বহিরাগত এসে কলেজের (Arambag Polytechnic College) গেট থেকেই সেই প্রশ্নপত্র মাইক্রো ফোটোকপি করে পড়ুয়াদের দিয়ে দেয়। অনেকে পড়ুয়াই টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র কিনেছেন বলেও অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে একটি চক্র এই কাজ করছে। পরীক্ষার্থীদের থেকে ১০ হাজার, ২০ হাজার টাকা নেওয়া হয়েছে। স্থানীয়দের অনুমান এর পিছনে কোন দালাল চক্র কাজ করছে।
কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
আরামবাগ পলিটেকনিক কলেজে (Arambag Polytechnic College) ফার্মাসিস্টের ডিপ্লোমা কোর্সটি দু’বছর ধরে পড়ানো হয়। তার পর ডি ফার্ম পরীক্ষা নেওয়া হয়। এই কোর্সে প্রায় ৩০০ পড়ুয়া আছে। এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কলেজের অধ্যক্ষকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
পুলিশের দাবি
পুলিশ সূত্রের খবর, অধ্যক্ষ জানিয়েছেন, বাইরে কী হয়েছে তাঁরা জানেন না। কলেজে সুষ্ঠু ভাবে পরীক্ষা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়। শনিবার অভিযুক্তদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন: Awas Yojana: আবাসের তালিকায় পঞ্চায়েত প্রধানের নাম! বিডিও-র কাছে নাম বাতিলের আবেদন, চাপে
মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি
সম্প্রতি মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছিল দেশ। কলকাতা ও দিল্লির হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। গত ফেব্রুয়ারিতে প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রুখতে আইন পাশ করেছিল কেন্দ্র। কিন্তু আরামবাগ পলিটেকনিক কলেজে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আবারো প্রশ্ন তুলে দিল রাজ্যে শিক্ষাক্ষেত্রে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। এই পরীক্ষা দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া যায়। এইরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পরীক্ষায় এভাবে টুকে পাশ করার প্রক্রিয়া কীভাবে চলতে পারে? সেই প্রশ্নই উঠে যাচ্ছে বারংবার।