ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘোষণা হয়ে গেল (IPL 2025) চলতি বছরের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল।
ইডেনেই আইপিএল ফাইনাল (IPL 2025)
উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (IPL 2025) মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৫ মে এই ইডেন গার্ডেন্সেই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল-এর ফাইনাল।
কোয়ালিফায়ার-২ ম্যাচটিও অনুষ্ঠিত হবে কলকাতায় (IPL 2025)
এছাড়াও ২৩ মে কোয়ালিফায়ার-২ ম্যাচটিও অনুষ্ঠিত হবে (IPL 2025) কলকাতায়। এছাড়া প্লে-অফের কোয়ালিফায়ার-১ এবং এলিমিনেটর ম্যাচ দু’টি যথাক্রমে ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে। ২৩ মার্চ ঘরের মাঠে যাত্রা শুরু করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আনক্যাপড ধোনি ঘরের মাঠে নামবেন মুম্বইয় ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সুপার সান ডে-তে এই ম্যাচ। সেদিন ডাবল হেডার থাকছে। ওইদিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন: 2024 YR4: ২০৩২ সালেই ধ্বংস পৃথিবী, ধেয়ে আসছে YR4 গ্রহাণু, আশঙ্কায় বিজ্ঞানীরা!
নাইটদের ম্যাচ আপডেট
এবারের আইপিএলে তিন বারের চ্যাম্পিয়ন কেকেআর লিগে তাদের শেষ ম্যাচও খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। এবারে আরসিবি, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে দু’টি করে (হোম ও অ্যাওয়ে) ম্যাচ খেলবে শাহরুখ খানের দল। আর মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর একটি করেই ম্যাচ খেলবে।
কোথায়, কবে ম্যাচ হবে?
সব মিলিয়ে লিগ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কেকেআর। তারমধ্যে সাতটি নিজেদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে খেলবে কেকেআর। বাকি সাতটি অ্যাওয়ে ম্যাচ। তবে এবারের আইপিএলে রোহিত শর্মার খেলা ইডেনে বসে দেখার সৌভাগ্য হবে না কলকাতার ক্রিকেট প্রেমীদের। ইডেনের গ্যালারি মিস করবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লিকেও। কারণ মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর-এর কোনও ম্যাচই নেই কলকাতায়। এই দুই দলের বিরুদ্ধে একটি করেই ম্যাচ খেলবে কেকেআর। সেটাও তাদের হোম গ্রাউন্ডে।
এক নজরে কেকেআর-এর ম্যাচ
- ২২ মার্চ- আরসিবি (ইডেন)
- ২৬ মার্চ- রাজস্থান রয়্যালস
- ৩১ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স
- ৩ এপ্রিল- হায়দরাবাদ (ইডেন)
- ৬ এপ্রিল- লখনউ (ইডেন)
- ১১ এপ্রিল-সিএসকে
- ১৫ এপ্রিল- পঞ্জাব কিংস
- ২১ এপ্রিল- গুজরাত টাইটান্স (ইডেন)
- ২৬ এপ্রিল- পঞ্জাব কিংস (ইডেন)
- ২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস
- ৪ মে- রাজস্থান রয়্যালস (ইডেন)
- ৭ মে- সিএসকে (ইডেন)
- ১০ মে- হায়দরাবাদ
- ১৭ মে- আরসিবি