ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহুদিন ছোট পর্দায় দেখা যায়নি ঈপ্সিতা মুখোপাধ্যায়কে (Ipshita Mukherjee)। একসময় তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। ঈপ্সিতার অভিনীত প্রথম ধারাবাহিক ‘সুবর্ণরেখা’। সেখানেই শিশু শিল্পী হিসাবে প্রথম অভিনয় শুরু তাঁর। আর সে সময় তাঁর অভিনয়ও দর্শকের মনে সাড়া ফেলে দিয়েছিল। তবে আবারও তিনি ছোটপর্দায় ফিরছেন। শীঘ্রই দেখা যেতে চলেছে তাঁকে, ছোট পর্দায় এক জনপ্রিয় ধারাবাহিকে। কোন ধারাবাহিক নিয়ে আসছে ঈপ্সিতা? কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?
বহু দিন ছোট পর্দায় অধরা (Ipshita Mukherjee)
ঈপ্সিতকে ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল (Ipshita Mukherjee)। এরপর ছোট পর্দায় সেভাবে অভিনেত্রীকে আর দেখা যায়নি। যদিও এর মাঝে বড় পর্দাতে কাজ করেছেন তিনি। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে ঈপ্সিতাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। আবার অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
কোন ধারাবাহিকে ফিরছেন? (Ipshita Mukherjee)
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ (Ipshita Mukherjee)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় ও পারিজাত। অর্থাৎ পর্দায় ধ্রুব ও জোনাকি চরিত্রে অভিনয় করছেন তাঁরা। মিত্তির বাড়ি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঈপ্সিতা মুখোপাধ্যায়কে (Ipshita Mukherjee)।
আরও পড়ুন: Fahim Mirza: গুরুতর আহত ফাহিম, হয়েছে অস্ত্রোপচার! কেমন আছেন অভিনেতা?
কোন চরিত্রে দেখা যাবে?
‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছে আদৃত ও পারিজাত। তবে কী ঈপ্সিতাকে খল নায়িকার চরিত্রে দেখা যাবে? জানা গিয়েছে, অভিনেত্রী পজিটিভ চরিত্রেই অভিনয় করবেন। তাঁকে দেখা যাবে ধ্রুবর সহকর্মী হিসেবে। তবে তাঁদের মাঝে কাঁটা হয়ে নয়। বরং তাঁদের দূরত্বকে কমানোর ভূমিকায় দেখা যাবে ঈপ্সিতাকে। ইতিমধ্যে অভিনেত্রী শুটিংও সেরেছেন। শীঘ্রই ধারাবাহিকে তাঁর ট্র্যাক শুরু হবে।
দর্শকের ভালোবাসা
অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee) এর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে হল ‘কেয়া পাতার নৌকা’, ‘এক্কা দোক্কা’, ‘ধুলোকণা’ প্রভৃতি। আর প্রতিটি ধারাবাহিকের অভিনয় ছিল দর্শকের কাছে খুবই জনপ্রিয়। তাই প্রথম থেকেই তিনি দর্শকের ভালোবাসা পেয়ে এসেছেন। তবে অভিনেত্রীর অনুরাগীরা অপেক্ষায় ছিল, তাঁকে ছোট পর্দা দেখার জন্য। অভিনেত্রীকে ধারাবাহিকে ফেরায় ভীষণ খুশি তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: Shakib Khan: ইধিকা মিমি অতীত, শাকিবের ছবিতে টলিউডের নতুন নায়িকা!
গুঞ্জন
প্রসঙ্গত, মাঝে অভিনেতা ইন্দ্রাশিস রায় এর সাথে ঈপ্সিতার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁরা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। তবে সবটাই ছিল গুঞ্জন। আগে অর্ণবের সাথে আইনি বিয়ে হয়েছিল ঈপ্সিতার। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিনেত্রীর কথায়, ‘অর্ণব ও তাঁর দৃষ্টিভঙ্গি আলাদা। তাঁদের জীবনের চাহিদাও হয়ত আলাদা ছিল, আর একটা সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট দু’জনকেই করতে হয়। কারণ কম বা কারোর বেশি সেটা হয় না।’ অর্ণবের সাথে বিবাহ বিচ্ছেদের পরেই জানা গিয়েছিল, তিনি নিজেকে সময় দিতে চেয়েছিলেন।