ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের দেশের বায়ুসেনার প্রশংসা করতে গিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার (Ishaq Dhar) বৃহস্পতিবার পার্লামেন্টে যে প্রতিবেদন উপস্থাপন করেছিলেন, তা যে পুরোপুরি ভুয়ো— সেই বিস্ফোরক তথ্য ফাঁস করেছে পাকিস্তানেরই প্রভাবশালী সংবাদপত্র ‘ডন’। এই ঘটনায় একদিকে যেমন আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি আরও ধাক্কা খেল, তেমনই প্রশ্ন উঠছে সরকারি পর্যায়ের তথ্য যাচাই ও নৈতিকতার উপরেও।
ভুয়ো প্রতিবেদন তুলে ধরেন (Ishaq Dhar)
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পাক পার্লামেন্টে ইশাক দার বলেন, “পাকিস্তান বায়ুসেনা হল আকাশের অবিসংবাদিত রাজা (Ishaq Dhar) । আন্তর্জাতিক সংবাদমাধ্যমও তা স্বীকার করছে।” এর প্রমাণ হিসেবে তিনি ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর ১০ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেন। তার দাবি, ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বায়ুসেনাকে ‘ভয়ঙ্কর, শ্রদ্ধেয় ও দক্ষ’ বলে অভিহিত করা হয়েছে। দার নিজে সেই প্রতিবেদনটির একটি প্রিন্ট কপি দেখান, যার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।
সংবাদ মাধ্যম ভুল ধরে (Ishaq Dhar)
কিন্তু এখানেই মোড় নেয় ঘটনা। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ বিষয়টির সত্যতা যাচাই করে জানায়, এমন কোনও প্রতিবেদন ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এ প্রকাশই হয়নি (Ishaq Dhar) । বরং ভাইরাল হওয়া কপিটিতে তারা অসংখ্য বানান ভুল, বাক্য গঠন বিভ্রাট ও ভাষার অস্বাভাবিকতা লক্ষ্য করে। তাদের দাবি, এটি একটি স্পষ্টতই ভুয়ো প্রতিবেদন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র সাহায্যে তৈরি করা হয়েছে। এই বিষয়টি আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব পায় যখন ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-ও বিষয়টি খতিয়ে দেখে জানায়, “উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ এমন কোনও সংবাদ প্রকাশ করেনি।” PIB-র মতে, এই প্রতিবেদনটি এআই-এর সাহায্যে তৈরি ও সম্পাদিত।

পাকিস্তানের মিথ্যা দাবি? (Ishaq Dhar)
ঘটনাটি বেশ সমালোচিতও হয়েছে, পাশাপাশি রয়েছে উত্তেজনার ছায়া (Ishaq Dhar) । ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। ভারতের তরফে পাল্টা প্রতিরোধ হিসেবে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’, যাতে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই সীমান্ত অঞ্চলে উত্তেজনা চরমে ওঠে। পাকিস্তান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করলেও, ভারত তা ব্যর্থ করে দেয়। অবশেষে, ১০ মে উভয় পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা করে— যদিও পাকিস্তান দাবি করে, তারাই কিছু ভারতীয় বায়ুসেনাঘাঁটিতে হামলা করেছে, যা ভারত নাকচ করে দেয়।

আরও পড়ুন: India Pakistan Tensions : ভারতের পাঠানো ‘ডামি যুদ্ধবিমান’-কেই আসল ভাবলো পাকিস্তান!
মনোবল বাড়াতে ভুয়ো কাণ্ড (Ishaq Dhar)
এই প্রেক্ষাপটে, দেশের সেনাবাহিনীর মনোবল বাড়াতে গিয়ে ইশাক দারের এই ভুয়ো কাণ্ড নতুন করে প্রশ্ন তোলে— দেশের শীর্ষ নেতৃত্বের ভূমিকা, তথ্য যাচাইয়ের মান এবং আন্তর্জাতিক জনমতের প্রতিক্রিয়াকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে (Ishaq Dhar) । এই ঘটনায় ইশাক দার এখনও কোনও মন্তব্য না করলেও, পাকিস্তানের অন্দরমহলে ও আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে প্রবল সমালোচনা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে।