রিমিক মাঝি, কলকাতা: অবশেষে শনিবার যুবভারতীতে অনুষ্ঠিত হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি। শনিবার আইএসএলের প্রথম মেগা ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্ট। পারফরমেন্স ও শক্তিতে খাতায় কলমে অনেকটাই এগিয়ে মোহনবাগান। উল্টোদিকে, চলতি আইএসএলে এখনও জয়ের মুখ না দেখলেও শনিবারে ডার্বি জিততে মরিয়া ইস্টবেঙ্গলও। মরশুমের প্রথম ডার্বিকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ফুটবলের মক্কায়।
আরজি কর কাণ্ডের জেরে বাতিল হয়েছিল ডুরান্ডের ডার্বি। ফুটবলপ্রেমীদের প্রতিবাদে উত্তাল হয়েছিল কল্লোলীনির রাজপথ। আরজি করের প্রতিবাদের উত্তাপ এখনও সমান ভাবে বর্তমান, তারমধ্যেই শনিবার আইএসএলের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপারজায়ান্ট ও ইস্টবেঙ্গল।
মিনি ডার্বিতে মহমেডানকে ৩ গোলে হারিয়ে বড় ডার্বিতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। ভুল শুধরে দুরন্ত ছন্দে রয়েছে চার ম্যাচে ৭ পয়েন্টে থাকা হোসে মোলিনার দল। গত মহমেডান ম্যাচে দলের তারকা ফুটবলার জেমি ম্যাকলেরেন গোল পাওয়াটা বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে সবুজমেরুন শিবিরে। তাই সবুজমেরুন কেরিয়ারে নিজের প্রথম ডার্বিতে জয় পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী সবুজমেরুন কোচ হোসে মোলিনা। তবে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে সমীহ করে ডার্বিতে কাউকে ফেভারিট ভাবতে নারাজ বাগানের হেড কোচ। কঠিন ম্যাচ সকলেই ফিট। তাই জিতেই সমর্থকদের উপহার দিতে চান বলে জানিয়ে দিলেন মোলিনা।
আরও পড়ুন: https://tribetv.in/mohun-bagan-supergiant-vs-emami-east-bengal-in-isls-first-big-derby/
ডার্বি জয় নিয়ে আশাবাদী মোহনবাগান সুপারজায়ান্টের অধিনায়ক শুভাশিস বোস। ডার্বিতে সব দলকেই ভয়ংকর বললেও শনিবার যুবভারতীতে তারাই যে ভয়ংকর হয়ে উঠবে জানিয়ে দিলেন শুভাশিস। গত চার ম্যাচে ইস্টবেঙ্গল হারলেও তাদেরকে হাল্কাভাবে নিতে নারাজ সবুজমেরুন অধিনায়ক। ইস্টবেঙ্গল এখন খোঁচা খাওয়া বাঘ। তাই শনিবারের প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্ক শুভাশিস।
প্রতিপক্ষ যখন কিছুটা হাল্কা মেজাজে তখন ডার্বিতে নামার আগে কিছুটা হলেও ব্যাকফুটে ইস্টবেঙ্গল। প্রথম ৪ ম্যাচে একটাতেও আসেনি জয়। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছে কোচ কার্লোস কুয়াদ্রাত। গতবারের তুলনায় দল এবারে ভালো হলেও এখনও প্রর্জন্ত আহামরি পারফর্মেন্সের দেখা মেলেনি। শুক্রবার রাতেই শহরে পৌঁছে শনিবার ডার্বিতে অভিষেক হতে চলেছে লাল হলুদের নতুন কোচ অস্কার ব্রুজোর।
আরও পড়ুন: https://tribetv.in/metro-railway-celebrating-its-40-glorious-year/
তবে শনিবারের ডার্বি জিতে চলতি আইএসএলে পয়েন্ট টেবিলে খাতা খোলার ব্যপারে আশাবাদি সহকারি কোচ বিনো জর্জ। ধারে ভারে প্রতিপক্ষ মোহনবাগান এগিয়ে থাকলেও গতবছর সুপার কাপের ডার্বি জয়ই শনিবারের বড় ম্যাচের অনপ্রেরণা লালহলুদ শিবিরের। মোহনবাগানকে আটকাতে একাধিক পরিকল্পনা করেছেন বলেও স্বীকার করে নিয়েছেন বিনো। তবে শনিবার প্রতিপক্ষ মোহনবাগানই চাপে থাকবে বলে মনে করছেন তিনি।
পরিসংখ্যান বলছে আইএসএলে এখনও পর্যন্ত কোনও ডার্বি হারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। ৮ বারের মধ্যে ৭বার জিতেছে মোহনবাগান, একবার ড্র। শনিবার কি আইএসএলের ডার্বিতে ভাগ্যের চাকা ঘোরাতে পারবে মশাল বাহিনী, নাকি হৈমন্তিক যুবভারতীর মায়াবি আলোয় উজান বেয়ে আরও এগোবে পালতোলা নৌকো, তা সময়ই বলবে।