ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শততম সফল উৎক্ষেপণ ইসরো(ISRO)! ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নয়া পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার(Sriharikota) সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়ল তারা। ৪৬ বছর আগে অর্থাৎ ১০ অগস্ট, ১৯৭৯ শ্রীহরিকোটা থেকে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো।
বুধের ভোরে ইতিহাস সৃষ্টি ইসরোর(ISRO)
বুধবার ভোর ৬টা ২৩ মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করল ইসরো(ISRO)। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি এফ-১৫ হল দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি একটি ত্রিস্তরীয় রকেট। এটির মাধ্যমেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে এনভিএস-০২-কে। এটি একটি উন্নত ন্যাভিগেশন উপগ্রহ ৷ যা স্থলজ, আকাশ ও সামুদ্রিক ন্যাভিগেশন এবং নির্ভুল কৃষিতে সহায়তা করবে ।
শততম সফল উৎক্ষেপণ ইসরোর(ISRO)
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১০ অগস্ট এই শ্রীহরিকোটা থেকেই প্রথম এসএলভি-৩ রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো(ISRO)। প্রযুক্তিগত ত্রুটির কারণে তা ভেঙে পড়েছিল বঙ্গোপসাগরে। সেই ঘটনার পর ৪৫ বছর পেরিয়ে গিয়েছে। প্রথম ব্যর্থতার পর এত বছরে সাফল্যের বহু নজির গড়েছে ইসরো। চন্দ্রযান, মঙ্গলযান, আদিত্য এল-১ উৎক্ষেপণ, গগনযানের প্রস্তুতি— আরও কত কী! এ হেন ইসরোর সাফল্যের তালিকায় এ বার জুড়ল আরও এক অভিযান। শততম অভিযান।
আরও পড়ুন: WhatsApp Chat Lock: হোয়াট্সঅ্যাপের চ্যাট গোপনীয়তা বজায় রাখতে শিখে রাখুন চ্যাট লক
ভি নারায়ণনের নেতৃত্বে প্রথম উপগ্রহ উৎক্ষেপেণ
এটি ছিল ইসরো চেয়ারম্যান ভি নারায়ণনের(V Narayanan)নেতৃত্বে প্রথম উপগ্রহ উৎক্ষেপেণ ৷ শততম সফল উৎক্ষেপণের পর ভি নারায়ণন বলেন, “২০২৫ সালে ইসরোর প্রথম উদ্যোগ সফল ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ৷ উপগ্রহটিকে প্রয়োজনীয় (GTO) কক্ষপথে সঠিকভাবে প্রবেশ করানো গিয়েছে ৷ এটি শততম উৎক্ষেপণ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকও ৷”
ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো ইসরোর চেয়ারম্যানের
অভিযানের আগে রীতি মেনে মঙ্গলবার অন্ধ্রের তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। সঙ্গে ছিলেন সংস্থার অন্য শীর্ষ আধিকারিকেরাও। এর পর বুধবার ভোরে সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে এই উৎক্ষেপণ হয়। এনভিএস-০২ স্যাটেলাইটটির ওজন প্রায় ২২৫০ কেজি। মাত্র ১৯ মিনিটেই সেটিকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও) বা স্থায়ী কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয় জিএসএলভি এফ-১৫।
আরও পড়ুন: Smartphone Care: স্মার্টফোন রাখুন যত্নে, আপনার সঙ্গী হবে আরও বেশিদিন!
উল্লেখ্য, এর আগেও একাধিক বার জিএসএলভি এফ-১৫ উৎক্ষেপণ করেছে ইসরো। কিন্তু তাতে সাফল্যের চেয়ে ব্যর্থতা এসেছে বেশি। ১৬টি উৎক্ষেপণের মধ্যে এখনও পর্যন্ত ছ’টি অভিযান ব্যর্থ হয়েছে, শতকরা হিসাবে যা প্রায় ৩৭ ভাগ!