ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হরিয়ানার পাঞ্চকুলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Jaguar Fighter Get Crash) একটি যুদ্ধবিমান। শুক্রবারের এই দুর্ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ঘটনার জেরে অক্ষত রয়েছেন পাইলট। তিনি নিরাপদে বিপদ থেকে বেরিয়ে এসেছেন। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কোনও প্রযুক্তিগত সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। পশ্চিমবঙ্গের বাগডোগরা এবং হরিয়ানার পঞ্চকুলায় একদিনে দুটি বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। সৌভাগ্যবশত, দুই ঘটনায়ই পাইলট ও ক্রু সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
প্রযুক্তিগত সমস্যা ছিল বিমানটিতে (Jaguar Fighter Get Crash)
হরিয়ানার পঞ্চকুলায় শুক্রবার ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান (Jaguar Fighter Get Crash)। দৈনন্দিন প্রশিক্ষণ চলছিল। সে সময়েই দুর্ঘটনা। যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন চালক। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা ছিল বিমানটিতে। লোকালয় থেকে সেটিকে দূরে নিয়ে গিয়েছিলেন চালক। ফলে প্রাণহানি হয়নি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।
বাগডোগরা বিমানবন্দরেও দুর্ঘটনা (Jaguar Fighter Get Crash)
গত বৃহস্পতিবারেও গভীর রাতে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার বিমান (Jaguar Fighter Get Crash)। পাক ১১টা ৫৮মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর। ছুটোছুটি শুরু হয়ে যায় বায়ুসেনা, অ্যাম্বুল্যান্স ও দমকলকর্মীদের। জানা যায় দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার এএন-৩২ বিমান। য়ুসেনার উদ্ধারকারী দল, দমকলকর্মীরা মিলে দূর্ঘটনাগ্রস্ত বিমান থেকে চালক সহ ৬ জনকে উদ্ধার করে। আহতদের একজন চালক এবং একজন ক্রু রয়েছেন। এদের ব্যাংডুবি সামরিক বিভাগের বেস হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Uttar Pradesh: ৫ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, দেহ ৪ টুকরো করল বাবা
মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল
গত মাসে মধ্যপ্রদেশের শিবপুরীতে একটি দুই আসনবিশিষ্ট মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। দু’জন চালকই বেরিয়ে আসতে পেরেছিলেন বিমান থেকে। ২০২৪ সালের নভেম্বরে উত্তরপ্রদেশের আগরার কাছে একটি মিগ-২৯ ভেঙে পড়েছিল। সে বারও প্রাণরক্ষা হয়েছিল চালকের। শুক্রবারের এই দুর্ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বায়ুসেনা তদন্তের নির্দেশ
জানা যাচ্ছে, মাঝ আকাশে এই যুদ্ধবিমানে সওয়ার হতেই পাইলট আঁচ করতে পারেন বিমানে প্রযুক্তিগত কোনও সমস্যা রয়েছে। তখনই তিনি সচেতন হন। আর তা বুঝতে পেরেই তিনি বসতি এলাকা থেকে বায়ু সেনার ওই বিমান নিয়ে খানিক দূরত্বে এগোতে থাকেন। তারপরই এই ভেঙে পড়ার ঘটনা ঘটে যায়। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, আপাতত ওই পাইলটকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়ুসেনার তরফে বলা হয়েছে,’ পাইলট বিমানটিকে মাটিতে থাকা যেকোনো জনবসতি থেকে দূরে সরিয়ে নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ভারতীয় বায়ুসেনা তদন্তের নির্দেশ দিয়েছে।’