ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেবিলের উপর রাখা বেশ অনেকগুলো কেক। একটা একটা করে কেক অভিনেতা কাটছেন (Jeet Birthday)। নেপথ্যে বাজছে তাঁর অভিনয় করা বিখ্যাত ছবির গান। আর এই কেক গুলো কারা এনেছেন জানেন? অভিনেতার ভক্তরা। ভক্তদের সামনে রেখে সেই সমস্ত কেক এক এক করে কাটলেন তিনি।
সপরিবারে হাসিমুখে বেশ উচ্ছ্বাসের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করছেন জিৎ (Jeet)। সুপারস্টার জিৎ। আজ অর্থাৎ ৩০ নভেম্বর শনিবার জিতের জন্মদিন (Jeet Birthday)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা জিৎকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন।
টলিউডের শাহরুখ (Jeet Birthday)
জিৎ কি টলিউডের (Tollywood) শাহরুখ খান (Shah Rukh Khan)? জিতের জন্মদিনেও (Jeet Birthday) বাড়ির সামনে হাজির ভক্তরা। আর হবে নাই বা কেন বলুন তো? যদি জনপ্রিয়তার বিচার করেন তাহলে বলিউডের (Bollywood) সালমান শাহরুখদের তুলনায় কোনও অংশে তিনি কম যান না। তাই জন্মদিনের দিন রাত থাকতে, অভিনেতার বাড়ির সামনে পৌঁছে গেলেন ভক্তরা। সবার মধ্যেই এক অন্যরকম উচ্ছ্বাস। বাজি ফাটালেন। যে যার মতো করে শুভেচ্ছা জানালেন অভিনেতাকে। অপরদিকে অভিনেতাও ভক্তদের উদ্দেশ্যে জানালেন, “সবাই ভালো থাকবেন”।
আরও পড়ুন: Neem Phuler Madhu: সৃজন ক্রিমিনাল, পুঁটি বড় হয়ে গেল! ‘নিম ফুলের মধু’তে ২০ বছর পার
নিরাশ করলেননা ভক্তদের (Jeet Birthday)
জিৎ কিন্তু তাঁর ভক্তদের একেবারেই নিরাশ করলেন না। ভক্তদের সামনে কেক কাটলেন (Jeet Birthday), তাও আবার সশরীরে। সবার উদ্দেশ্যে হাত নাড়লেন। তেমনই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ৪৬ বছরে পা দিলেন টলিউডের এই সুপারস্টার। প্রথমে কেউ ভাবতেই পারেননি, জিৎ টলিউডের রাজত্ব করবেন। জন্ম নন বেঙ্গলি পরিবারে। সিনেমা জগতে পা রেখেছিলেন ২০০১ সালে। একটি তেলুগু সিনেমার মাধ্যমে। বাংলার দর্শকদের মন জয় করে নেন, ২০০৩ সালে সঙ্গী ছবির মাধ্যমে। এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখেছেন।
নতুন কিছু করার চিন্তা (Jeet Birthday)
আর যদি জিতের ব্যক্তিত্বের কথা বলেন। যেমন শান্ত, তেমনি ভদ্র। সারাক্ষণ নতুন কিছু করার চিন্তা করছেন। হাজারো বিপদে ইতিবাচক অভিনেতা। জিতের বয়স এখন ৪৬। কিন্তু তাঁকে দেখে কী বোঝার উপায় আছে? মাথায় একরাশ ঢেউ খেলানো চুল। শরীরে মেদের চিহ্ন নেই। কখনও বা তাঁকে দেখা যায়, নিখুঁতভাবে দাড়ি গোঁফ কামানো অবস্থায়। কখনো দাড়ি গোঁফে দুর্দান্ত সুপুরুষ লুকে। টলিউডের সুপারস্টার বলে কথা জীবনে যে চ্যালেঞ্জ আসছে না, তা নয়। তবে তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সব সময় হাসিমুখেই তিনি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেন।
আরও পড়ুন: Grihaprabesh: নদীয়ার মেয়ে ঊষসী এখন আমেরিকায়! কঠিন লড়াইয়ের গল্প বলবে ‘গৃহপ্রবেশ’
ছেলের জন্মদিন
এইতো কয়েক মাস আগের কথা। ছেলে রোনভের জন্মদিনে টলিউডকে যেন রীতিমত এক করেছিলেন জিৎ। এক ফ্রেমে ধরা পড়েছিলেন টলিউড সুন্দরীরা। এক কথায় চাঁদের হাট বসিয়ে দিয়েছিলেন অভিনেতা। ঘরোয়া পারিবারিক পরিবেশেই ছেলের জন্মদিন পালন করেছিলেন।
একজন বাবা হিসেবে, স্বামী হিসেবে এবং পরিবারের সদস্য হিসেবে, বারংবার নানান ফ্রেমে ধরা দিয়েছেন। তিনি যেমন ইন্ডাস্ট্রির মানুষ, তেমন অন্যদিকে পরিবারকেও কিন্তু হলেন না। যে কোনও অনুষ্ঠানে পরিবারের সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানান।
বুমেরাং-এর সাফল্য
প্রসঙ্গত, চলতি বছরের জিতের বুমেরাং ছবি বেশ সাফল্য পেয়েছে। রুক্মিণী মৈত্রকে নিয়ে নির্মিত তাঁর এই রোবোটিক ছবি মানুষের মনে ধরেছে বেশ। আসন্ন সময় তাঁকে অন্যরকম ছবিতে দেখা যেতে চলেছে। এক্ষেত্রেও তিনি তাঁর অনুরাগীদের একেবারেই নিরাশ করবেন না। এমনটাই মনে করছে সিনে বিশেষজ্ঞরা।