ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তথাগত ঘোষের নতুন ছবির প্রদর্শনী ‘বেহাগ’ (Bihag)। তিনি একজন খ্যাতনামা ফটোগ্রাফার (Jisshu Sengupta)। তথাগত ঘোষ ও রেজরেকশনের যৌথ প্রয়াসে আয়োজিত এই প্রদর্শনীতে রাজকীয় ঘরানায় এক অন্দরমহলের গল্প বুনেছেন তথাগত। বেহাগ ছবিতে ইন্দ্রাশীষ রায়, সৌরভ দাস ও ডিম্পল আচার্যর মত অভিনেতাদের সঙ্গে এই প্রদর্শনীর ছবিতে তথাগত পরিবেশন করেছেন প্রখ্যাত মডেল নীল ও তিতাসকে।
কারা উপস্থিত ছিলেন? (Jisshu Sengupta)
আগামী ২ থেকে ৬ ই জুলাই বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচারে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে আসা অনেক অভিনেতা অভিনেত্রীর মুখ চোখে পড়ে। যাঁদের মুখ খুবই জনপ্রিয়। যেমন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) , শ্রীময়ী ( Sreemoyee Chattoraj) সহ অনেকে।
ছবি নিয়ে কী বললেন? (Jisshu Sengupta)
ছবির বিষয়ে জানতে চাইলে কী বললেন তথাগত? তিনি জানান, “এটা একটা আড্ডার মাধ্যমে, মজার মাধ্যমে প্ল্যান করা হয়েছে। তাঁরা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে বা হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্যাশন নিয়ে আলোচনা করছিলেন। তখনই এই কনসেপ্ট তাঁদের মাথায় আসে।” তিনি আরও বলেন “‘বেহাগ’ (Bihag) একটি নৈশ রাগ। এই রাগ রাতের কামনার কথা বলে। রাতের বুকের যে কামনা, কাছে পাওয়ার তীব্র ইচ্ছা, যে রাত একান্ত ও নিবিড়, সেই রাতের রাগ বেহাগ। অন্দরমহলের প্রচ্ছদে তেমনি এক রাতের আগমনী আমাদের এই প্রদর্শনী। ভারতীয় ফ্যাশন এর ইতিহাস যদি একটু দেখা যায়, তবে কিন্তু সেলাই করা পোশাকের সংযোজন অনেক পরে হয়েছে। আমাদের এই প্রদর্শনী ভারতীয় আদি ফ্যাশন ও কালচারে থানের ব্যবহারকে ঘিরেই গড়ে তোলা। পুরোটাই হয়েছে ড্রেপিং এর উপর ভিত্তি করে।”

আরও পড়ুন: Roshnai: নতুনের আগমনে থামল রোশনাইয়ের পথ চলা, শেষ সম্প্রচার কবে?
আশাবাদী
বাংলার চলচ্চিত্র জগতে দুজন অন্যতম ব্যক্তি সৌরভ ও ইন্দ্রাশীষ। মডেলিং ইন্ডাস্ট্রিতেও প্রতিষ্ঠিত নাম ডিম্পেল। ইতিমধ্যেই ডিম্পেলের অভিনেতা সত্ত্বাও মানুষের কাছে প্রকাশ পেয়েছে। আর ওদের সাথে কাজ করার অভিজ্ঞতাও সবসময়ই খুব ভালো। নীল একজন থিয়েটার অভিনেতা ও খুব ভালো মডেল। তিতাস খুব প্রমিশিং মডেল। তথাগত এই দুজনকেই দীর্ঘদিন ধরে চেনেন। তথাগত বলেন, “সকলেই খুব পরিশ্রম করে কাজ করেছি। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে।”
আরও পড়ুন: Kunal Ghosh: রাজনীতি ছেড়ে অভিনয়ে ? নতুন সাধনায় কুনাল ঘোষ
কী বললেন যীশু সেনগুপ্ত? (Jisshu Sengupta)
তথাগতর ‘বেহাগ’ প্রদর্শনীতে দেখা গিয়েছে অভিনেতা যীশু সেনগুপ্তকে। তথাগত ভারতবর্ষের এমন একজন ফটোগ্রাফার, যাঁকে দিয়ে ছবি তোলাতে গেলে সময় নিয়ে তুলতে হয়। কারণ তাঁর নিজের সময় থাকে না। এ কথা হাসতে হাসতে জানান অভিনেতা যীশু সেনগুপ্ত।