ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হোয়াইট হাউস সম্প্রতি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে (Joe Biden in White House Video)। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাইডেন হোয়াইট হাউসের করিডোরে ঘুরে বেড়াচ্ছেন, কর্মীদের সঙ্গে গল্প করছেন এবং মিল্কশেক অর্ডার করছেন। এক মিনিট ২০ সেকেন্ডের এই ক্লিপটি বৃহস্পতিবার হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়।
কী লেখা হল ক্যাপশনে? (Joe Biden in White House Video)
ভিডিয়োটির (Joe Biden in White House Video) ক্যাপশনে লেখা হয়েছে, “হোয়াইট হাউসের করিডোরে কার সঙ্গে দেখা হবে, তা আপনি কখনও জানেন না।” ভিডিয়োটি শুরু হয় পুরনো একটি ফুটেজ দিয়ে, যেখানে “২০২২-২০০৪” ট্যাগ করা রয়েছে। এতে দেখা যায়, বাইডেন দুই কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বৃষ্টির মধ্যে তাদের ইতিবাচক মনোভাবের প্রশংসা করছেন।
কী আছে ভিডিয়োতে? (Joe Biden in White House Video)
এই ৮০ সেকেন্ডের ভিডিয়োতে (Joe Biden in White House Video) বাইডেন দু’বার মিল্কশেক অর্ডার করেন। প্রথমবার, তিনি ওভাল অফিসের নিচতলার নেভি মেস-এ একজন পুরুষ কর্মীর সঙ্গে দেখা করেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন, “তোমার প্রমোশন কেমন চলছে?” কর্মী উত্তরে বলেন, “ভালো চলছে, ভালো।”
মেসকর্মীর সঙ্গে কথা
বাইডেন তাকে জানান, মেয়াদ শেষ হওয়ার পর তিনি তাকে মিস করবেন। তারপর বলেন, “আমি শুধু হাই বলার জন্য এসেছিলাম। আর হ্যাঁ, তুমি কি আমাকে একটা মিল্কশেক বানিয়ে দিতে পারবে?” কর্মী উত্তরে বলেন, “হ্যাঁ, পাঁচ মিনিট দিন।”
মহিলা কর্মীর সঙ্গে কথা
এরপর ভিডিওতে দেখা যায়, বাইডেন একজন নারী মেস কর্মীর কাছে যান। তিনি জিজ্ঞেস করেন, “চকোলেট মিল্কশেক? আপনি একট চান? ঠিক আছে, স্যার!” বাইডেনের সঙ্গে তখন উপদেষ্টা আমোস হকস্টেইন ছিলেন। তারা দুজনেই চকোলেট সিরাপে ভরা লম্বা গ্লাসের মিল্কশেক হাতে হাঁটতে থাকেন।
আরও পড়ুন: Imran Khan Jail Sentence: ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরা বিবির ৭ বছরের জেল
ছবি দেখে থমকে গেলেন বাইডেন
হাঁটার সময় বাইডেন একটি ছবির সামনে থেমে যান। ছবিটিতে তিনি এবং তার নাতি বিউ-কে ২০২০ সালের ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে দেখা যাচ্ছে। ছবিটি ক্যামেরার দিকে ঘুরিয়ে তিনি বলেন, “ওহ, এটি খুব সুন্দর! দেখো, আমার নাতি।”
এই ভিডিয়োটি বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের হোয়াইট হাউসে শেষ দিনগুলির এক মজাদার ও স্নেহময় ঝলক দেখিয়েছে।