ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে ইডির হাতে গ্রেফতার হওয়া ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) জামিনের মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
দীর্ঘদিন পর সোমবার সুজয় কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) জামিনের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High court)। মামলার শুনানি হয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এর আগে কাকুর জামিনের এই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। পরে হাইকোর্টের ডিটারমিনেশন পরিবর্তন হওয়ায় মামলাটি যায় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে।
আরও পড়ুন: Allegation of Harassment: রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী ব্যক্তি
আরও পড়ুন: kolkata weather: কলকাতায় শীতের কামড়! একধাক্কায় পারদ নামল ১৭-র ঘরে
প্রথম থেকেই আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) জামিনের বিরোধিতা করে আসছে ইডি (ED)। সোমবারও শুনানিতে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের বিরোধিতা করে একটি লিখিত নোট আদালতে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
আরও পড়ুন: TMC Working Committee Meeting: কর্মসমিতির বৈঠকে মুখোমুখি অনুব্রত-মমতা, সাংগঠনিক রদবদলে জল্পনা
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে শুরু থেকেই সুজয় কৃষ্ণ (Sujay Krishna Bhadra) ইডির সন্দেহর তালিকায় ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, কাকুর বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে তদন্তকারী আধিকারিকরা। এমনকী সুজয় ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডিংও হাতে আসে ইডির। পরে ‘কাকুর’ কণ্ঠস্বর মিলে যায় ফরেন্সিক রিপোর্টে।