ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করে ধর্ষিত হয়ে খুন হওয়া চিকিৎসকের অপরাধীদের শাস্তির দাবিতে উত্তাল গোটা দেশ। এবার সেই আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যেই তৈরি হল আমরা-ওরা। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনের পাল্টা সংগঠন তৈরি করল থ্রেট কালচারে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হওয়া সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। সংগঠনের আত্মপ্রকাশে আরজি করের চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, রিয়া বেরা সহ অন্যান্য আন্দোলনকারীদের বিরুদ্ধে আন্দোলনের নামে কোটি কোটি টাকা তোলার বিস্ফোরক দাবি তুলল তারা। শুধু তাই নয়, পাল্টা গণকনভেনশনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদেরকে কুখ্যাত অপরাধী বলায় অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার হুশিয়ারিও দিলেন সাসপেন্ডেড চিকিৎসকরা। তাদের বিরুদ্ধে হওয়া তদন্তকে প্রহসন বলেও দাবি করলেন তারা।
ছিল রুমাল হয়ে গেল বিড়াল। আরজি করে ধর্ষিত হয়ে খুন হওয়া চিকিৎসকের অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা। এবার সেই আন্দোলনেই চিকিৎসকদের মাঝেই তৈরি হল আমরা-ওরা তত্ত্ব। খুন হওয়া তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবি চাইতে গিয়ে এখন দুই ভাগে বিভক্ত আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের মধ্যেই এখন তৈরি হল থ্রেট সংঘাত। রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে থ্রেট কালচার চালানোর অভিযোগে ৫১ জনকে সাসপেন্ড করেছিল আরজি কর কলেজের আভ্যন্তরীণ তদন্ত কমিটি। হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দেয়। সেই সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকরাই এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েসন নামে পাল্টা সংগঠন তৈরি করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন। শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিজগের কোনও প্রমাণ ছাড়াই এবং আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়েই এক তরফা ভাবে তাঁদের সাসপেন্ড করা হয়েছিল।
তাঁরাই প্রথম আরজি কর আন্দোলনে ন্যায় বিচারের দাবি তুলেছিলেন। কর্মবিরতিতে রাজি না হয়ে রোগী পরিষেবা দিয়ে আন্দোলন করার পক্ষে সওয়াল করাতেই তাদেরকে মিথ্যা অভিযোগে ফাসিয়ে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের। শুধু তাই নয় আন্দোলনকারী চিকিৎসকদের অন্যতম মুখ অনিকেত মাহাতো, রিয়া বেরাদের বিরুদ্ধে আন্দোলনের নামে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা তোলার বিস্ফোরক অভিযোগ তুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েসনসের আহবায়ক শ্রীশ চক্রবর্তী। তার দাবি, চিকিৎসক রিয়া বেরার অ্যাকাউন্টে ২৮ লক্ষ টাকা কিভাবে এল এবং এত টাকা কোন খাতে খরচ হল, তা কেউ জানে না। এমনকি, আরডিএ নামে যে সংগঠন তাঁদের সাসপেন্ড করার পরামরশ দিয়েছিল। যে সংস্থার প্রেসিডেন্ট অনিকেত মাহাতো, তার স্বীকৃতি নেই বলেও দাবি তুললেন তিনি।
আরও পড়ুন:https://tribetv.in/husband-and-wife-killed-at-home-in-bhangar/
তাঁদের বিরুদ্ধে যে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, সেই থ্রেট কালচারের স্বীকার তাঁরাই বলে জানালেন সংগঠনের আরজি করের আরেক জুনিয়র চিকিৎসক সদস্য সৌরভ দাস। তাঁদের বিরুদ্ধে তদন্তের নামে প্রহসন হয়েছে বলে দাবি তার। সেই সঙ্গে গত ২১ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে তাদেরকে কুখ্যাত অপরাধী বলায় অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার হুশিয়ারিও দিলেন তিনি। যে রিয়া বেরা, অনিকেত মাহাতরা তাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলেছিলেন, তাঁরাই তদন্ত কমিটিতে ছিলেন বলে দাবি সৌরভের। তাই তদন্তের ভিডিয়ো রেকর্ডিং প্রকাশ্যে আনারও দাবি তুললেন তারা। তাই মুখ্যমন্ত্রীকে সব পক্ষের বক্তব্য শোনার অনুরোধ জানালেন সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকরা।
আরও পড়ুন: https://tribetv.in/bankura-district-effected-due-to-cyclone-dana/
শুধু তাই নয়, শনিবার আন্দোলনকারী চিকিৎসকদের কনভেনশনকে কটাক্ষ করতে ছাড়েন্নি তারা। আন্দোলনকারী চিকিৎসকরা বাইরে থেকে লোক এনে আন্দোলনে ভিড় তৈরি করছেন বলেই অভিযোগ সৌরভ দের। আরজি করের অধিকাংশ সিনিয়র ও জুনিয়র চিকিৎসক করমবিরতির আন্দোলনের পক্ষে নয় বলেই দাবি WBJDA-র। চিকিৎসক ধর্ষণ ও খুনের ন্যায় বিচারের দাবিকে ছাপিয়ে আন্দোলনে এবার থ্রেট সংঘাত কোন দিকে যায় সেটাই এখন দেখার। নিজেদের দাবির সমর্থনে এবার পাল্টা গণকনভেনশনেরও ডাক দিলেন সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকরা।