ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখন দুই সন্তানের মা কোয়েল মল্লিক (Koel Mallick) । কবির আর তার বোনকে সামলাতে গিয়ে অভিনেত্রী ভীষণ নাজেহাল। ঠাকুমাকে কোটি কোটি প্রণাম জানালেন। আর কী বললেন জানেন? কোয়েলের জীবন এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তবে সন্তানদের মানুষ করতে কোয়েলকে এখন ঠিক কী কী করতে হচ্ছে? সিনেমার স্ক্রিপ্টের বদলে মুখস্ত করতে হচ্ছে অন্য কিছু। সেই সবটাই অকপটে জানালেন কোয়েল।
অটুট মুখের মিষ্টি হাসি (Koel Mallick)
কোয়েলের (Koel Mallick) মুখের সেই মিষ্টি হাসি এখনও অটুট। মা হওয়ার পর শারীরিক যে পরিবর্তন আসে, তার এতটুকু ছাপ নায়িকার শরীরে পড়েনি। একদম আগের মতই রয়েছেন। হাসিমুখে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। পরনে গোলাপি সিল্কের শাড়ি। টলিউডের গ্ল্যামারাস নায়িকা বলে কথা। মাতৃত্বকালীন সময় কাটানোর পরেও সেই আগের মতই রয়েছেন। কবে তিনি কাজে ফিরছেন? সেটাও জানিয়েছেন তিনি।
বহুদিন পর দেখা গেল কোয়েলকে (Koel Mallick)
গত ডিসেম্বর ৪২ বছর বয়সী কোয়েলের (Koel Mallick) কোল জুড়ে এসেছে কন্যা। ছেলে আর মেয়েকে নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কোয়েল। দ্বিতীয় সন্তানের জন্মের দেখতে দেখতে কেটে গেল প্রায় দেড় মাস। কোয়েলকে কিন্তু এতদিন ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে শনিবার দুপুরে দেখা গেল কোয়েলকে। একটি ব্র্যান্ডের প্রচার মুলক ইভেন্টে উপস্থিত ছিলেন তিনি।
আরও পড়ুন: Amar Sangee: অমর সঙ্গী-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে চাঁদের হাট, নস্টালজিয়ায় ভাসলেন প্রসেনজিৎ
ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত
দ্বিতীয় মার মা হওয়ার আগে কোয়েল তিনটি ছবির কাজ সেরে রেখেছিলেন। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে মিতিন মাসির তিন নম্বর পার্ট। অপরদিকে রয়েছে ‘সোনার কেল্লায় যকের ধন’ এবং ‘স্বার্থপর’। খুব শীঘ্রই আবার কোয়েল কাজে ফিরবেন। তাঁর কথায়, নতুন স্ক্রিপ্ট শুনছেন। যদিও অলরেডি দু তিনটে ছবিতে না বলে দিয়েছেন। কারণ ওই ছবিগুলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে শুরুর কথা ছিল। তিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারবেন না। এখন তিনি চাইছেন ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে।
আগের তুলনায় জীবন সুন্দর
অভিনেত্রী অকপটেই বললেন, “আমার বাবারা অনেকগুলো ভাই-বোন। বাবাকে বলি, ঠাকুমাকে কোটি কোটি প্রণাম। বাচ্চাকে শেখানোর জন্য এখন বেবি শার্ক আরও বেশি করে মুখস্ত করতে হচ্ছে। ছোটবেলায় আমরা হাট্টিমাটিম টিম, ইকির মিকির করতাম। কবিরের সময়ই আমি অনেক কিছু মুখস্ত করে ফেলেছি। এখন কম করতে হচ্ছে। জীবন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে”।
আরও পড়ুন: Mamata Kulkarni: মহাকুম্ভে সন্ন্যাস নিলেন বলি-অভিনেত্রী মমতা কুলকার্নি, বদলে গেল নাম
সন্তানদের মধ্যে বন্ডিং
কোয়েলের ছেলে মেয়ের মধ্যে বন্ডিংটা ঠিক কেমন? সেক্ষেত্রে অভিনেত্রী বলেন, “ওদের মধ্যে বন্ডিং হওয়াটা খুব দরকার। কবির বোনকে পুতুল ভাবে মনে হয়। বোনকে চটকাতে চায়। শুরু থেকেই কবির বলেছিল, ওর বোনই হবে। তবে কবিরকে কোয়েল এবং নিসপাল বোঝাতেন, বোন হোক কিংবা ভাই, যেন সুস্থ হয়। আর বোন হওয়ার পর থেকে কবিরের আনন্দের সীমা নেই। খুব মজায় আছে সে। বড় দাদা বলে কথা”।