ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত বছরের মার্চ মাস (Koel Mallick) নাগাদ। শোনা গিয়েছিল রমরমিয়ে চলছে ‘সোনার কেল্লায় যকের ধন’ এর শুটিং। শুটিংয়ের কাজও নাকি প্রায় হয়ে এসেছে। এবার শোনা গেল বড় আপডেট। গোয়েন্দা গল্প নিয়ে পর্দায় খুব শীঘ্রই ফিরছেন কোয়েল মল্লিক। কবে মুক্তি পাচ্ছে ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবিটি? আগামী মে মাসেই পরমব্রত (Parambrata Chatterjee) এবং কোয়েলের জুটি দেখাতে চলেছে ধামাকাদার পারফরম্যান্স।
পরমব্রতর জন্য ভালো সময় (Koel Mallick)
নতুন বছর অর্থাৎ ২০২৫ সালটা অভিনেতা পরমব্রতর জন্য (Koel Mallick) বেশ ভালো বলা যেতে পারে। প্রথম থেকেই একের পর এক কাজ মুক্তি পাচ্ছে। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত ‘তেজপাতা’ ছবির শুটিং নিয়ে। বছরে শুরুতেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’। দুটি ছবি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও তাঁর পরিচালনায়, ‘ এই রাত তোমার আমার’ ছবিটি দর্শকের বেশ পছন্দ হয়েছে। এবার শোনা যাচ্ছে, ২০২৫ এর মে মাসে মুক্তি পেতে চলেছে পরমব্রত অভিনীত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। এই মাসের শেষের দিকেই কোয়েলের সঙ্গে পরমব্রতর আরেকটি কাজ মুক্তি পেতে চলেছে।
ছবি মুক্তি কবে? (Koel Mallick)
আগামী ৩০ শে মে মুক্তি (Koel Mallick) পাবে ‘সোনার কেল্লায় যকের ধন’। যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পূর্ব জন্মের গল্প আর ভবিষ্যতের সেতু বন্ধন। ছবি ঘিরে একাধিক রহস্যের বাতাবরণ। সেই রহস্যের উন্মোচন করবেন কোয়েল। পরমব্রত এবং কোয়েলের পাশাপাশি এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস সহ অনেককে।
অপেক্ষার অবসান
আপাতত কোয়েলের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ ২০২৫ এ এখনও পর্যন্ত কোয়েলের কোনও ছবি মুক্তি পায়নি। তাছাড়া মেয়ের জন্মের পর অভিনেত্রী বেশ কিছুদিন কর্ম বিরতিতে ছিলেন। ২০২৩ সালে দুর্গা পুজোর সময় মুক্তি পেয়েছিল কোয়েল অভিনীত ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবিটি। এবার ২০২৫ এ মুক্তি পেতে চলেছে নতুন ছবি।
জড়িত বাঙালির আবেগ
সাগরদ্বীপে যকের ধনের পর এবার সোনার কেল্লায় যকের ধন। ছবিটির শুটিং হয়েছে রাজস্থানের জয়সলমির শহরের বিখ্যাত সোনার কেল্লায়। যে সোনার কেল্লা বাংলায় না হলেও ,বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোত জড়িত। কারণ একটাই, সেটা হল সত্যজিৎ রায়। শনিবার প্রথম পোস্টার ভাগ করে নিয়ে এই ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছেন, গরমের ছুটিতেই এবার আসতে চলেছে রোমাঞ্চে ভরপুর এই ছবি। আর বেশি দিনের অপেক্ষা নয়।