ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এপিডিআর-এর পর এবার কলকাতা বইমেলায় (Kolkata Book Fair 2025) স্টল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের এই আবেদন মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদের আবেদনের প্রেক্ষিতে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানিয়েছিল, নির্দিষ্ট সময় স্টলের জন্য আবেদন করেনি বিশ্ব হিন্দু পরিষদ।
নিয়ম মেনে প্রত্যেকটা স্টলের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর বিশ্ব হিন্দু পরিষদের আবেদন না মঞ্জুর করেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ তারা আসন্ন কলকাতা বইমেলায় স্টল দিতে পারবে না। উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের এই রায়ের পর এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদের (Kolkata Book Fair 2025) ।
আরও পড়ুন: https://tribetv.in/former-footballer-returned-to-his-childhood-on-netaji/
এপিডিআর-এর পর এবার কলকাতা বইমেলায় স্টল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ (Kolkata Book Fair 2025) । বিশ্ব হিন্দু পরিষদের এই আবেদন নামঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদের আবেদনের প্রেক্ষিতে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানিয়েছিল নির্দিষ্ট সময় স্টলের জন্য আবেদন করেনি বিশ্ব হিন্দু পরিষদ। নিয়ম মেনে প্রত্যেকটা স্টলের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর বিশ্ব হিন্দু পরিষদের আবেদন নামঞ্জুর করেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ তারা আসন্ন কলকাতা বইমেলায় স্টল দিতে পারবে না। উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের এই রায়ের পর এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদের।
আরও পড়ুন: https://tribetv.in/almost-five-people-lost-lives-due-to-maharashtra-blast/
এর আগে বইমেলায় স্টল না পাওয়ার জন্য গিল্ডের বিরুদ্ধে টলমন্টারে বেনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দারস্ত হয়েছিল এপিডিআর। তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনার সেই রায় কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এপিডিআর। আগামী সোমবার সেই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এবার একই পথে হাঁটতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদও (Kolkata Book Fair 2025)।