ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিগত বেশ কয়েকদিন ধরেই বলিউডের (Bollywood ) গুঞ্জন বলছে, খুব শীঘ্রই কৃতি স্যানন (Kriti Sanon) বিয়ের পিঁড়িতে বসবেন। তিনি আর অপেক্ষা করতে চাইছেন না। প্রেমিককে নিয়ে সোজা হাজির হয়েছেন দিল্লিতে (Delhi)। বিমানবন্দরে যুগলকে দেখেই বলিউডের ফিসফাস শুরু হয়ে যায়। তবে কি কৃতি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন? কিন্তু ২০২৫ সালে হয়ত বিয়েটা হবে না। লন্ডনের কোটিপতি প্রেমিক কবিরকে নিয়ে বাবা-মায়ের কাছে গেলেও, বিয়ের কথা পাকা হচ্ছে না কেন? সে নিয়েই জল্পনা চলছে বলিউডের অন্দরে।
বিয়ের পাকা কথা হওয়ার অপেক্ষা (Kriti Sanon)
সম্প্রতি কৃতিকে (Kriti Sanon) দেখা গিয়েছে লন্ডনের কোটিপতি প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে। দিল্লিতে বাবা মায়ের সঙ্গে দেখা করিয়েছেন। তারপরেই গুঞ্জন ওঠে, এই জুটি বিয়ের পাকা কথা ঠিক করতেই দিল্লি গিয়েছেন কৃতি। আর বিয়ে নিয়ে দেরি করতে চাইছেন না। শুধু কৃতির পরিবারই নয়, পাত্রের মা-বাবাও দিল্লিতে থাকেন। এখন শুধুমাত্র দুই পরিবারের মধ্যে পাকা কথা হওয়ার অপেক্ষা।
ভীষণ ব্যস্ত অভিনেত্রী (Kriti Sanon)
২০২৫ সালে কৃতির বিয়ে নাও হতে পারে। শোনা যাচ্ছে, ২০২৫ সালে অভিনেত্রী কৃতি ভীষণ ব্যস্ত। হাতে কয়েকটা কাজ রয়েছে। আপাতত কৃতি ব্যস্ত রয়েছেন আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক ম্যায়’ ছবির শুটিংয়ে। এই ছবির শুটিং হয়ে গেলেই শুরু হয়ে যাবে ‘ককটেল ২’ এর সিক্যুয়েলের কাজ। যে ছবিটি রীতিমত সুপারহিট হয়েছিল ২০১২ সালে। তবে এই ছবিতে কৃতির লুক কেমন হবে, তার চরিত্রই বা কেমন হবে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Bengali Serial TRP: টানা ৬ বার শীর্ষে জি বাংলার মেগা, পুরনো ফর্মে ফিরছে জগদ্ধাত্রী
বিয়ের প্রস্তুতির অবকাশ নেই
২০২৫ টা চরম ব্যস্ততার মধ্যে কাটাবেন কৃতি। তাই এ বছর তিনি বিয়ে করতে পারবেন না। আনন্দ এল রাইয়ের ছবিতে মুক্তির চরিত্র ফুটিয়ে তুলতে, এখন তাঁকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি নিয়ে ভাবার কোনও অবকাশ নেই।
আরও পড়ুন: Parineeta: পারুল-রায়ানের টক্করে ১০০ পর্বে ‘পরিণীতা’, অল্প সময়েই সুপারহিট
প্রেমিকের সঙ্গে এক ফ্রেমে কৃতি
গত বছর থেকেই বলিউডে কৃতির প্রেম নিয়ে নানান গুঞ্জন শোনা যেতে থাকে। এও শোনা যায়, প্রেমিকের সঙ্গে কৃতির বয়সের পার্থক্য প্রায় নয় বছরের। কৃতি থেকে তার প্রেমিক বয়সে ছোট। এই জুটিকে মাঝেমধ্যেই বেড়াতে দেখা গিয়েছে। প্রেমিকা আর কেউ নন, লন্ডনের ব্যবসায়ী কবির বাহিয়া। তার সাথে দেখা করতে লন্ডনেও যান কৃতি। গত বছর হোলির সময় দুজনে একসাথেই ছিলেন। সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কৃতি। তারপর থেকেই আরও জোরদার হয় গুঞ্জন। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। কৃতির এই ব্যবসায়ী প্রেমিক নাকি আবার ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়ার খুব ভালো বন্ধু। কবির ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসেন। তিনি ক্রিকেট খেলায় পারদর্শী।