ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আর্নে স্লটের নেতৃত্বে নতুন যুগের সূচনা করল লিভারপুল (Liverpool Wins EPL)। রবিবার টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে রেডসরা জিতে নিল তাদের ২০তম লিগ শিরোপা।
ক্লপের ছায়া কাটিয়ে এগিয়ে এল স্লটের লিভারপুল (Liverpool Wins EPL)
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর স্লট দায়িত্ব নেন (Liverpool Wins EPL)। প্রথম মরসুমেই শিরোপা এনে দিয়ে ইতিহাস গড়লেন এই লাজুক ডাচ কোচ। স্লট হয়ে উঠলেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে প্রথম মরসুমেই শিরোপা জেতা পাঁচ নম্বর ম্যানেজার।
টটেনহ্যাম প্রথমে ধাক্কা দিলেও টলল না লিভারপুল (Liverpool Wins EPL)
ম্যাচের শুরুতে টটেনহ্যাম এগিয়ে গেলেও লিভারপুল দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেয় (Liverpool Wins EPL)। স্লট দেখিয়েছেন, নতুন কোচ মানেই গোটা দল পাল্টে ফেলার প্রয়োজন নেই। রায়ান গ্রাভেনবার্শকে রক্ষক মিডফিল্ডে ব্যবহার করে মাঝমাঠের ভারসাম্য বজায় রেখেছেন। সালাহ, গাকপো ও দিয়াজের সময়োচিত গোল লিভারপুলের আক্রমণভাগকে ধার দিয়েছে।
প্রথাগত ধারা ভেঙে দিয়েছে স্লট
স্লট ক্লপের আমলের গেগেনপ্রেসিং কৌশল কিছুটা বদলে নিয়ে ক্লাসিক স্টাইলে প্রেস করেছেন, যাতে পুরো মরসুমে গতি ধরে রাখা সম্ভব হয়েছে। ম্যাচ জেতার ক্ষেত্রে ফ্লেয়ার নয়, কার্যকারিতা ছিল স্লটের মন্ত্র।
আরও পড়ুন: Djokovic Hinting Retirement: মাদ্রিদ ওপেন থেকে ছিটকে গিয়ে অবসর ইঙ্গিত দিলেন নোভাক জোকোভিচ
স্লটের নিঃশব্দ জাদু
স্লট খুব বড়সড় পরিবর্তন না করেও দারুণ সমাধান বের করেছেন। মিডফিল্ডের শূন্যতা পূরণ করতে তিনি এক নম্বর আট প্লেয়ারকে নম্বর ছয়ে রূপান্তর করেন। রায়ান গ্রাভেনবার্শ হয়ে উঠলেন দলের অদৃশ্য নায়ক। তাঁর দুর্দান্ত পাসিং, শক্তি, টেকনিকের মাধ্যমে মাঝমাঠের ভারসাম্য বজায় রাখলেন। দলের অন্যরা যেন তাঁর চারপাশে গ্রহের মতো আবর্তিত হতে লাগল। মরসুমের মাঝামাঝি সময়ে তিনি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন যে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ডোমিনিক সোবোস্লাই ও কার্টিস জোন্সের মতো মিডফিল্ডাররা দ্বিতীয় সারিতে চলে গেলেন।
সালাহর দুরন্ত প্রত্যাবর্তন
ডারউইন নুনেজ যখন গোলের জন্য লড়াই করছিলেন, তখন মোহাম্মদ সালাহ এসে সেই সমস্যা মিটিয়ে দিলেন। ২০২৩-২৪ মরসুমের খারাপ সময় কাটিয়ে সালাহ আবার চূড়ান্ত ফিটনেসে ফিরেছিলেন। তিনি ডানদিকে তুলনামূলক স্বাধীনতা পেয়ে আরও ওপরে উঠে খেলতে লাগলেন। ট্রেন্ট-আলেকজান্ডার আর্নল্ডও আগের চেয়ে বেশি ওভারল্যাপ করেন। সালাহর গতি ও চটপট বল পাওয়ার সুযোগ বেড়ে গেল। যদিও মাঝে মাঝে ফর্মের ওঠানামা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সালাহ ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। পাশাপাশি কোডি গাকপো ও লুইস দিয়াজের গোলও দলের সাফল্যে অবদান রেখেছে।
আরও পড়ুন: Raina on Dhoni: চলতি আইপিএলে ধুঁকছে সিএসকে, কিন্তু আরও এক মরশুম খেলবেন ধোনি? কী জানালেন সুরেশ রায়না
ভ্যান ডাইকের নবজাগরণ
ভ্যান ডাইক আবার নিজের সেরা ফর্মে ফিরে এসেছেন। শক্তিপূর্ণ নেতৃত্বে নিশ্চিত করেছেন, লিভারপুল যেন প্রতিপক্ষের গোলের সুযোগ কমিয়ে রাখতে পারে।
ট্রান্সফার মার্কেট ব্যর্থ হলেও সফল স্লট
ট্রান্সফার মার্কেটে বড়সড় সাফল্য ছাড়াই, মাত্র এক ফুটবলার সই করিয়েও, স্লট দেখিয়েছেন বিচক্ষণ ব্যবস্থাপনা কিভাবে ট্রফি এনে দিতে পারে।
ফিরল গৌরবময় অধ্যায়
নতুন কোচ, নতুন কৌশল—তবুও পুরনো সাফল্যের ছোঁয়া। আর্নে স্লটের হাত ধরে লিভারপুল আবার নিজেদের ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়ে ফিরল।