ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ফাল্গুন পূর্ণিমায় দোলের দিন গ্রহণ লাগবে চাঁদে (Lunar Eclipse Effect)। এই দিনেই কুম্ভ ছেড়ে মীন রাশিতে গোচর করবে সূর্য। এর ঠিক ১৫ দিন পর আগামী ২৯ মার্চ হবে সূর্য গ্রহণ। সেই দিনে আবার শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। মাত্র ১৫ দিনের ব্যবধানে দুটি গ্রহণ এবং এই দুই দিনেই দুটি গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন। আগামী ১৫ মার্চ পড়েছে ফাল্গুন পূর্ণিমা। সে দিন পালিত হবে দোলযাত্রা। সেই দিনেই হবে এই বছরের প্রথম গ্রহণ। যার ফলে বিপদে পড়তে পারেন এই রাশির জাতকেরা।
মীন রাশি (Lunar Eclipse Effect)
মীন রাশির জাতকরা গ্রহণের ক্ষতিকর প্রভাবে নানা সমস্যায় নাজেহাল হবেন (Lunar Eclipse Effect)। ছোটখাটো শারীরিক সমস্যাও এই সময় উপেক্ষা করবেন না। না হলে বড় সমস্যায় পড়তে পারেন। এই সময় আগের ঋণ শোধ করার চেষ্টা করুন এবং নতুন করে আর ঋণ নেবেন না। অত্যন্ত মানসিক চাপের মধ্যে থাকবেন মীন রাশির জাতকরা। সন্তানের শারীরিক অসুস্থতার কারণে মনে দুঃখ থাকবে। প্রেমের সম্পর্কেও ধোঁকা খেতে পারেন। কাউকে বেশি বিশ্বাস করবেন না।

কর্কট রাশি (Lunar Eclipse Effect)
জোড়া গ্রহণের অশুভ প্রভাবে আর্থিক সমস্যা প্রকট হয়ে দেখা দেবে কর্কট রাশির জাতকদের জীবনে (Lunar Eclipse Effect)। এই সময় আপনাকে নিজের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আত্মীয়দের থেকেও কোনও খারাপ খবর পেতে পারেন। এই সময় ভুলেও শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না। বাবার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়বে। ঝুঁকির কোনও কাজ করবেন না। আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন।

আরও পড়ুন: Holi 2025: দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ও সূর্যের গোচর, কেমন প্রভাব পড়বে কাদের উপর?
বৃশ্চিক রাশি
চন্দ্র ও সূর্য গ্রহণের অশুভ প্রভাব লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। আর্থিক সমস্যায় জেরবার হতে হবে আপনাকে। টাকা-পয়সার অভাবের কারণে পরিবারে অশান্তির পরিবেশ তৈরি হবে। যাঁরা ইতিমধ্যেই অসুস্থ, তাঁদের রোগের প্রকোপ আরও তীব্র হয়ে দেখা দেবে। মনের মধ্যে নেগেটিভ চিন্তা বাড়বে এবং অবসাদে ভুগতে পারেন। অফিসে বসের সঙ্গে ঝামেলা হবে, নিজের সব কাজ সতর্ক হয়ে করুন।

ধনু রাশি
পরপর গ্রহণে একের পর এক সমস্যায় ভুগবেন ধনু রাশির জাতকরা। পারিবারিক অশান্তি দেখা দেবে, কেরিয়ারেও পরিস্থিতি প্রতিকূল হবে। আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না। অস্বাস্থ্যকর জীবনযাত্রা এড়িয়ে চলুন। অফিসের কাজে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। এই কারণে আপনার মনে টেনশন থাকবে। মায়ের শরীরের খেয়াল রাখুন।
