ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দশ হাজার গোলাপ দিয়ে তৈরি হল ফ্লোরাল ড্রেস। কেউ বললেন, ফুলকলি। মধুমিতা সরকারকে (Madhumita Sarcar) দেখে মুগ্ধ নেটিজেনরা। ফুলের সাজে যেন ফুলকুমারী। দুর্দান্ত লাগছে। দশ হাজার গোলাপে ফুল দিয়ে যখন মধুমিতা নিজের পোশাক ডিজাইন করলেন, তখন অনেকেই প্রশ্ন তুললেন, মধুমিতা কি তাহলে নতুন পেশায়? এই শীতেই যেন বসন্ত আনলেন মধুমিতা। এর আগেও তিনি বলেছিলেন, তাঁর জীবনে এখন শুধুই বসন্ত। তবে তাঁর এই পোশাকের বিশেষত্ব কী জানেন?
বহুদিনের ইচ্ছে পূরণ (Madhumita Sarcar)
নিজেই গিয়েছিলেন ফুলের বাজারে। তারপর সেখান থেকে নিজের হাতে বাছলেন রংবেরঙের গোলাপ। ফুল দিয়ে পোশাক বানানোর ইচ্ছে ছিল মধুমিতার (Madhumita Sarcar)। সেই ইচ্ছে পূরণ করে রীতিমত ঘোষণা করলেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। অভিনেত্রীর জীবনে এখন ভরা বসন্ত। আর তাই কি তিনি ধরা দিলেন ফুলের সাজে? তার থেকে বড় কথা কি জানেন? নিজের পোশাকসজ্জা করলেন নিজেই। আসলে বিভিন্ন পত্রপত্রিকায় মধুমিতা দেখেছিলেন, সুন্দর ফুলের পোশাকে সেজে অনেকেই মডেলিং করে। এই ইচ্ছা মধুমিতার বহুদিন ধরে ছিল। এভাবে নিজেকে সাজিয়ে তোলার একটা সখ পূরণ বলতে পারেন।
নিজের হাতে ফুল কিনেছেন (Madhumita Sarcar)
নিজের শখ মেটাতেই তিনি (Madhumita Sarcar) নিজেই গিয়েছিলেন ফুলের বাজারে। বেছে বেছে দশ হাজার ফুল কিনেছেন। তারপর এক পোশাক শিল্পী বান্ধবীকে দিয়ে বলেছিলেন, ফুলের পোশাক বানিয়ে দিতে। কেমন পোশাক তিনি চাইছেন, তার ডিজাইন তিনি নিজেই করেন। সেই অনুযায়ী ফুলের পোশাক বানিয়ে দেন অভিনেত্রীর বান্ধবী। তারপর ‘ফেলুবক্সী’র নায়িকা সেই পোশাক পরে ছবি পোস্ট করতেই নেটিজেনরা তো অবাক।
আরও পড়ুন: Nusrat Jahan: নুসরতকে পেয়ে ধন্য যশ, ভালোবাসায় রাঙিয়ে দিলেন প্রিয়তমার জন্মদিন
প্রথম সৃজনশীল কাজ
অভিনেত্রী চেয়েছিলেন, পোশাকের কোনও অংশ দেখা যাবে না। শুধুই ফুল দেখা যাবে। কিন্তু পোশাক তৈরির সময় দেখলেন, সেটা যদি করেন তাহলে খুব একটা ভালো দেখাবে না। তাই পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তাঁর গয়না এবং চুলেও। এটি তার প্রথম সৃজনশীল কাজ। তিনি আশা করেন, পরের বার আর একটুও ফাঁক রাখবেন না। স্বাভাবিক ভাবেই এখন একটাই প্রশ্ন, তাহলে কি তিনি নিজের বিয়ের পোশাকও নিজেই ডিজাইন করবেন? তবে আপাতত, তিনি ভাবনায় আছেন। দিনক্ষণ ঠিক হলে তিনি তার বিয়ের পোশাক নিয়ে ভাববেন। তবে এটা ঠিক, তাঁর আর দেবমাল্য চক্রবর্তীর বিয়েতে ফুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। যেন তার ইঙ্গিত আগেই দিয়ে দিলেন।
আরও পড়ুন: Projapoti 2: বাবা-ছেলের রসায়নে মিঠুন-দেব, ২০২৫ এর বড়দিনেই উড়বে ‘প্রজাপতি ২’
মধুমিতা যেন রূপকথার নায়িকা
সামনেই মুক্তি পাচ্ছে মধুমিতার নতুন ছবি। ফেলুবক্সী ছবিতে তাঁকে নায়িকার চরিত্রে দেখা যাবে। সোহম চক্রবর্তীর সঙ্গে এই প্রথম জুটি বাঁধছেন। নতুন ছবির পাশাপাশি মধুমিতার হাতে এখন একাধিক কাজ। তাছাড়া ব্যক্তিগত জীবনেও মধুমিতার জীবনে এখন বসন্ত। সদ্য প্রেমে পড়েছেন। প্রেমের ছোঁয়ায় যেন রং লেগেছে তাঁর পোশাকেও। সোশ্যাল মিডিয়ার ছবি শেয়ার করে তাঁর বার্তা, সিদ্ধান্ত নিয়েছেন সুগন্ধ ছড়াবেন। ফটোশুটের সময়ও হাতে নিয়েছেন একগুচ্ছ ফুল। মাথাতেও গুঁজেছিলেন ফুল। ফুলের সাজে মধুমিতা যেন রূপকথার নায়িকা।