ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াগরাজে শুরু মহাকুম্ভের মেলা (Maha Kumbh 2025)। পৌষ পূর্ণিমায় প্রথমদিনের পূণ্যস্নান করলেন পুণ্যার্থীরা। সকাল থেকে স্নান করেছেন প্রায় ৫০ লক্ষ মানুষ। রাখা হয়েছে জোরদার নিরাপত্তা। অমৃতকুম্ভের সন্ধানে তৈরি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। ১২ বছর পর এবার মহাকুম্ভ যোগ। বহুপ্রতীক্ষিত পুণ্যতিথি আসন্ন। ভোর থেকেই শুরু পুণ্যস্নান।
ভারত-সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং পর্যটক মোক্ষলাভের আশায় কুম্ভমেলামুখী (Maha Kumbh 2025)। এই সুযোগ হাতছাড়া করছে না ভারত সরকারের পর্যটন দফতর। ভারতীয় সংস্কৃতির এই মহা সমাবেশের পথ সুগম করতে, পর্যটকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মেলাপ্রাঙ্গনে হাজির হয়েছেন অগুন্তি মানুষ। সোমবার ভোর থেকে প্রয়াগরাজে পূণ্যস্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীদের। ‘হার হার মহাদেব, হার হার গঙ্গে’ স্লোগানে ভাসছে প্রয়াগরাজ (Maha Kumbh 2025)।
আরও পড়ুন: https://tribetv.in/z-morh-tunnel-inaugurated-by-narendra-modi/
আরও পড়ুন: https://tribetv.in/sealdah-division-gangasagar-mela-2025-take-initiative/
এবারে প্রয়াগরাজে (Maha Kumbh 2025) গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকার সেই নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস ধরে চলবে সারা বিশ্বের পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ। পর্যটন মন্ত্রক মহাকুম্ভে একটি পাঁচ হাজার বর্গফুটের ‘ইন্ডিয়া প্যাভিলিয়ন’ তৈরি করেছে। যেটি মূলত বিদেশি পর্যটক, পণ্ডিত, গবেষক, প্রবাসীদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই দেশ-বিদেশের পুণ্যার্থীদের ঢল প্রয়াগরাজে (Maha Kumbh 2025)।