ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঐতিহ্যমন্ডিত মহাকুম্ভে(Maha Kumbha 2025) যোগ দিতে এসেছেন দেশসহ সুদূর বিদেশ থেকেও বহু মানুষ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সোমবার ১৩ই জানুয়ারী থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। জানা গেছিল সেই উৎসবে যোগ দিতে এসেছেন প্রয়াত অ্যাপেলের স্রষ্টা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল। তবে জানা যাচ্ছে কুম্ভমেলার দ্বিতীয় দিনেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবুও গঙ্গায় পুণ্যস্নান করতে চান তিনি।
কোথায় রয়েছেন লরেন? (Maha Kumbha 2025)
লরেন বর্তমানে কমলা নামে পরিচিত। জানা গিয়েছে, লরেন স্বামী কৈলাসানন্দ গিরি নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বরের একজন শিষ্যা(Maha Kumbha 2025)। শনিবার রাতে তিনি ৪০ সদস্যের একটি দলের সঙ্গে শিবিরে আসেন। কুম্ভমেলায় থাকাকালীন গঙ্গায় স্নান করার পরিকল্পনা করেছেন তিনি। রবিবার তাঁকে নিরঞ্জনী আখড়ার শিবিরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পীচ-হলুদ রঙের সালোয়ার স্যুট পরা এবং গলায় রুদ্রাক্ষ মালা পরা লরেনকে ঐতিহ্যবাহী কুলহড়ে গরম মশলা চা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। শিবিরে ঢোকার সময় শঙ্খধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানানো হয় তাঁকে অন্যান্য। জানা গিয়েছে, স্বামী কৈলাসানন্দ গিরিই লরেনকে ‘কমলা’ নাম প্রদান করেছিলেন।
কাশী বিশ্বনাথ দর্শন করে মহাকুম্ভে লরেন (Maha Kumbha 2025)
রবিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন লরেন। সালোয়ার স্যুট পরে মন্দিরে গেলেও লরেন মন্দিরের মূল গর্ভগৃহে যাননি। বাইরে থেকেই প্রার্থনা করেন। স্বামী কৈলাসানন্দ জানান, মন্দিরের নিয়ম অনুযায়ী হিন্দুধর্ম ছাড়া অন্য কোনও ধর্মের ব্যক্তির গর্ভগৃহের শিবলিঙ্গ স্পর্শ করার অনুমতি নেই। সে কারণেই বাইরে থেকে দর্শন করে নেন লরেন। এরপর সোমবার মহাকুম্ভে(Maha Kumbha 2025) পৌঁছোন লরেন। এবারের কুম্ভমেলায় ১৪৪ বছর পর মহাযোগ বেরিয়েছে। তাই কুম্ভমেলায় অংশ নিতে সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন তিনি। সেই উপলক্ষে তাঁর নয়া নামকরণও হয়। ভারতে লরেনের নয়া নাম হয় ‘কমলা’। তাঁকে কন্যাস্বরূপ গ্রহণ করেন নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি।
পুণ্যস্নানের আগেই অসুস্থ কমলা
সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬১ বছর বয়সি লরেন শাহিস্নান করার ইচ্ছাপ্রকাশ করেছেন(Maha Kumbha 2025)। কিন্তু সেই ইচ্ছায় বাঁধা দিচ্ছে তাঁর শরীর। সোমবার মেলা শুরু হওয়ার পর, মঙ্গলবার দ্বিতীয় দিনেই লরেন অসুস্থ হয়ে পড়েছেন। এত মানুষের ভিড়ে কখনও থাকেননি লরেন। তাঁর অ্যালার্জির সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন তাঁর গুরু কৈলাসানন্দ। জনাকীর্ণ জায়গায় থাকার অভ্যাস নেই লরেনের। তবে শারীরিক সমস্যা থাকলেও তিনি পুণ্যস্নান করবেন বলে জানা গেছে।
লরেন প্রসঙ্গে কী বললেন কৈলাসানন্দ?
লরেন প্রসঙ্গে কৈলাসানন্দ জানিয়েছেন, তিনি অত্যন্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক। তিনি আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে চান। তিনি আমাকে একজন বাবা এবং একজন গুরু হিসেবে সম্মান করেন।সূত্রের খবর, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়ার শিবিরে থাকেন লরেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।