ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবেন্দ্র ফড়নবীশ কি মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী (Maharashtra CM)? সে রকমই ইঙ্গিত মিললো কেন্দ্রিয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের কথাতে। এরই মধ্যে অসুস্থ একনাথ শিন্ডে। জোর জল্পনা মহারাষ্ট্রে। বুধবার ঘোষণা করা হতে পারে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে।
চলছে শপথের প্রস্তুতি (Maharashtra CM)
মহারাষ্ট্রে চলছে শপথ গ্রহণের প্রস্তুতি (Maharashtra CM)। তারই মধ্যে মঙ্গলবার আচমকা অসুস্থ হয়ে পড়েন রাজ্যের বর্তমান তদারকি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ভর্তি হন ঠানের এক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিনি। কিন্তু, শিন্ডের আচমকা অসুস্থতা নিয়ে তৈরী হচ্ছে নানা জল্পনা। মুখ্যমন্ত্রীত্ব হাতছাড়া হওয়া কি মেনে নিতে পারছেন না একনাথ? ভোটের ফলে বিজেপি অনেক এগিয়ে। মন না সায় দিলেও কী মুখে অন্য কথা বলতে হচ্ছে শিন্ডেকে? রামদাস আঠাওয়ালের দাবি মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে নেই একনাথ। লড়াইয়ে নেই অজিত পাওয়ারও।
কবে শপথ? (Maharashtra CM)
নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন ৫ ডিসেম্বর। শপথ অনুষ্ঠান হবে মুম্বাইয়ের আজাদ ময়দানে। শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ হাইভোল্টেজ নেতারা (Maharashtra CM)। তবে এব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। দেবেন্দ্র ফড়নবীশের নাম মুখ্যমন্ত্রী পদের জন্য চূড়ান্তভাবে ঘোষণাও করা হয়নি।
আরও পড়ুন: Delhi Pollution and Militant Attack in Kashmir: বিষাক্ত দিল্লি! বরফ ঢাকা ভূস্বর্গে জঙ্গি-হানা
দল ভেঙে পদের চেষ্টা
মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শিবসেনা ভেঙে ছিলেন শিন্ডে। উপ মুখ্যমন্ত্রী হতে এনসিপিকে ভেঙেছেন অজিত পাওয়ার। শিন্ডের শিবসেনা, অজিতের এনসিপিকে নিয়ে মহাযুতি গড়েছে বিজেপি। পদ পেতে দল ভাঙা একনাথ কি মানতে পারবেন মুখ্যমন্ত্রীত্ব হারানোর ব্যাথা? অজিতও কি দেখছেন অশনি সংকেত? জোর জল্পনা মহা রাজনীতিতে, সঙ্গে দেশ রাজনীতিতে।
আরও পড়ুন: Lucknow Airport Shocker: মুম্বাইগামী পার্সেলে নবজাতকের দেহ! আতঙ্ক লখনউ বিমানবন্দরে
নিরঙ্কুশ জয় বিজেপি-র
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে বিজেপি। মহাযুতি জোট ২৮৮ সদস্যের হাউসে ২৩৫টি আসন জিতেছে। ঘোষিত ফলাফলে লড়াই শুরু হয় মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে। শিবসেনা (শিন্ডে) প্রধান একনাথ শিন্ডে বা ভারতীয় জনতা পার্টির দেবেন্দ্র ফড়নবীশ এবং অজিত পাওয়ার – তিন শীর্ষ জোট নেতাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেন। তবে আরএসএস দেবেন্দ্র ফড়নবীশকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে। লড়াই থেকে সরে আসেন একনাথ শিন্ডে। তবে কেন অসুস্থতা একনাথের? আছে কী অন্য কোন গল্প? জোর জল্পনা রাজনীতিতে।