ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পঞ্জিকা অনুসারে ২৬ ফেব্রুয়ারি(Mahashivratri 2025) সকাল ১১টা ৮ মিনিটে পড়বে ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী তিথি। চতুর্দশী থাকবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির পুজো যেহেতু রাতে হয়, তাই ২৬ ফেব্রুয়ারি সারা রাত জুড়ে মহাদেবের আরাধনা চলবে। মহাশিবরাত্রিতে সারা রাত জেগে প্রহরে প্রহরে পুজো করা হয়। জানুন চার প্রহরের পুজোর সময়, মন্ত্র এবং চার প্রহরের পূজা পদ্ধতি।
প্রথম প্রহর (Mahashivratri 2025)
প্রথম প্রহরের পুজো হবে ২৬ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ১৯ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত(Mahashivratri 2025)। প্রথম প্রহরের পুজো হবে দুধ দিয়ে। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানোর সময় যে মন্ত্র পাঠ করবেন- ‘হৃীং ঈশানায় নমঃ’। এই মন্ত্র জপের সঙ্গে দুধ দিয়ে মহাদেবের অভিষেক করুন।

দ্বিতীয় প্রহর (Mahashivratri 2025)
দ্বিতীয় প্রহরের পুজো হবে ২৬ ফেব্রুয়ারি রাত ৯টা ২৬ মিনিট থেকে রাত ১২টা ৩৪ মিনিট পর্যন্ত(Mahashivratri 2025)। ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা ৯ মিনিট থেকে রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে নিশিতা কাল। দ্বিতীয় প্রহরের পূজার নিয়ম হল দই দিয়ে। দ্বিতীয় প্রহরের মন্ত্র হল ‘হৃীং অঘোরায় মন্ত্র’। এই মন্ত্র জপ করে দই দিয়ে মহেশ্বরের অভিষেক করবেন।

আরও পড়ুন: Maha Shivratri 2025: শিবরাত্রির ব্রত পালনের শুভ সময় কখন? শিবের মাথায় কখন ঢালবেন জল?
তৃতীয় প্রহর
তৃতীয় প্রহরের পুজো হবে রাত ১২টা ৩৪ মিনিট থেকে রাত ৩টে ৪১ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজার নিয়ম হল ঘী দিয়ে। তৃতীয় প্রহরের পূজা মন্ত্র হল ‘হৃীং বামদেবায় নমঃ’। এই মন্ত্র জপের মাধ্যমে ঘী দিয়ে অভিষেক করলে সুফল লাভ সম্ভব।

চতুর্থ প্রহর
চতুর্থ প্রহরের পুজো হবে ২৬ ফেব্রুয়ারি রাত ৩টে ৪১ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পূজার নিয়ম হল মধু দিয়ে। চতুর্থ প্রহরের পূজার মন্ত্র হল ‘হৃীং সাধ্যোজাতায় নমঃ’। এই মন্ত্র জপের সঙ্গে মধু দিয়ে দেবাদিদেবের অভিষেক করা উচিত।

জলাভিষেকের শুভ সময়
মহাশিবরাত্রিতে মহাদেবের(Mahashivratri 2025) জলাভিষেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে সকাল ৬টা ৪৭ মিনিট থেকে সকাল ৯টা ৪২ মিনিটের মধ্যে জলাভিষেক করুন। এর পর সকালে ১১টা ৬ মিনিট থেকে বেলা ১২টা ৩৫ মিনিটের মধ্যে শিবলিঙ্গে আবার জল নিবেদন করতে পারবেন। এরপরে জলাভিষেকের সময় আবার রয়েছে বেলা ৩টে ২৫ মিনিট থেকে সন্ধে ৬টা ৮ মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রিতে শেষ জলাভিষেক করতে পারবেন রাত ৮টা ৫৪ মিনিট থেকে রাত ১২টা ১ মিনিট পর্যন্ত।