ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নাম বদল হচ্ছে শতাব্দী প্রাচীন স্টার থিয়েটারের (Star Theatre)৷ নতুন নাম হচ্ছে বিনোদিনী থিয়েটার৷ সোমবার সন্দেশখালির সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত, বলে জানান মুখ্যমন্ত্রী৷
১৮৮৩ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে পথ চলা শুরু হয় স্টার থিয়েটারের (Star Theatre)৷ পরে তা উঠে আসে বর্তমান বিধান সরণীতে৷ এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর বিনোদিনী দাসী। যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস। বিভিন্ন সময়ে নাটক দেখতে পদধূলী পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগদ্বখ্যাত ব্যক্তিত্বদের। স্টার থিয়েটারে ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিকতার ছোঁয়া লেগেছে।
আরও পড়ুন: Kalighater Kaku: ফের অসুস্থ ‘কালীঘাটের কাকু’, পিছিয়ে গেল চার্জ গঠনের কাজ
বর্তমানে বেসরকারি সংস্থার হাতে লিজ দেওয়া রয়েছে স্টার থিয়েটার (Star Theatre)৷ মূলত এখন সিনেমার প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় কলকাতার অন্যতম ঐতিহ্যশালী এই প্রেক্ষাগৃহ৷ এবার সেই স্টার থিয়েটারেরই নাম বদলের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বর্তমানে স্টার থিয়েটার রয়েছে কলকাতা পুরসভার অধীনে৷ নাম বদলের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার জন্য মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: Mamata banerjee: বছর শেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী, কড়া নিরাপত্তা দ্বীপাঞ্চলে
স্টার থিয়েটার ভবনটি কলকাতার একটি ঐতিহ্যবাহী ভবন। নতুন বছর পড়ার আগে সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। পুরুষতান্ত্রিক নাট্যসমাজকে যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন, সেই বিনোদিনীর নামেই স্টার থিয়েটারের নামকরণ করলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ যেন বিনোদিনী দাসীর স্বপ্নপূরণ।