ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহানায়ক উত্তম কুমারের (Mamata Banerjee) প্রয়াণ দিবসে আয়োজিত ‘মহানায়ক সম্মান’ প্রদান অনুষ্ঠানে নস্টালজিয়া, শ্রদ্ধা ও সংস্কৃতির মিশেলে তৈরি হল এক আবেগঘন পরিবেশ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, উত্তম কুমারের সঙ্গে কোনও দিন দেখা না হওয়া তাঁর জীবনের একটি বড় আফসোস। পাশাপাশি উত্তম কুমারের অনন্য অভিনয় দক্ষতা ও বিশেষ করে গানের সঙ্গে নিখুঁত লিপসিং-এর প্রশংসা করেন তিনি।
বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব (Mamata Banerjee)
তবে এই শ্রদ্ধার পরিসর পেরিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে বিষয়টি বারবার ফিরে (Mamata Banerjee) এসেছে, তা হল বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব। তিনি জোরের সঙ্গে বলেন, “বাংলার সংস্কৃতিকে আরও পল্লবিত, কুসমিত, সুশোভিত করতে হবে। কারণ সংস্কৃতি আর সভ্যতাই এক জাতির মেরুদণ্ড।” তাঁর কথায়, মাতৃভাষা যে কতটা গভীরে প্রোথিত, তা ছোটদের ‘মা’ বলার অভ্যাস দিয়ে বোঝানো যায়। বাংলা ভাষার ওপর ‘ভাষা সন্ত্রাস’ চলছে বলেও তিনি মন্তব্য করেন।
সকল ভাষার সম্মান থাকা উচিত (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর মতে, “বাংলায় কথা বললে যদি জেলে যেতে হয়, সেটা আমি কিছুতেই (Mamata Banerjee) মেনে নিতে পারি না। আমাদের বাংলা ভাষা বিশ্বে পঞ্চম ও এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে, প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। তা সত্ত্বেও বাংলা ভাষায় কাজ করলে অপমানিত হতে হয়-এটা খুবই দুঃখজনক।” তিনি জানান, সকল ভাষার সম্মান থাকা উচিত, তবে বাংলা ভাষা ও বাংলা সিনেমার প্রতি যেন একটু বেশি গুরুত্ব দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর কণ্ঠে উদ্বেগ
সিনেমা এবং ধারাবাহিক নিয়েও মুখ্যমন্ত্রীর কণ্ঠে ছিল উদ্বেগ। তিনি জানান, বর্তমান সিরিয়ালের অনেক কনটেন্ট মানুষের মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে উঠছে। তাঁর বক্তব্য, “গোটা দিন কাজের পর যখন মানুষ একটু বিনোদনের জন্য টিভির সামনে বসে, তখন তারা হাসিখুশি, সামাজিক গল্প দেখতে চায়। কিন্তু এখনকার ধারাবাহিকে শুধু ঝগড়া, গুলির শব্দ, আর অন্ধকার গল্প। এটা মানুষকে হতাশ করছে।”

আরও পড়ুন: Mahalakshmi Rajyog: হরিয়ালি তীজে মহালক্ষ্মী রাজযোগ, তিন রাশির জীবনে সুখের বন্যা!
বাংলা গানের বিষয়েও ছিল তাঁর তীব্র পর্যবেক্ষণ। তাঁর মতে, এখনকার ধারাবাহিকে বাংলা গান প্রায় হারিয়েই গিয়েছে। “বলিউড বা সাউথের গান দিতেই পারেন, কিন্তু টলিউডে বাংলা গানকে একটু বেশি জায়গা দিন,” বলেন তিনি। সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, “সব ভাষার সম্মান হওয়া উচিত, কিন্তু বাংলা ভাষাকে বাদ দিয়ে কোনও কিছু করা সম্ভব নয়। ঐক্যের মধ্যে বৈচিত্র্যই আমাদের শক্তি, তবে বাংলা সংস্কৃতি ও ভাষাকে ভুলে গেলে চলবে না।”