ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী বছর রানী মুখার্জি (Rani Mukerji) যে রীতিমত ধামাকা দেখাতে চলেছেন (Mardaani 3), তার আগাম ইঙ্গিত দিয়ে দিলেন। শীঘ্রই আসতে চলেছে মর্দানি ছবির সিক্যুয়েল। এই বাংলা থেকেই শুরু করেছিলেন নিজের কেরিয়ার। আর আজ রানী মুখার্জি বলিউডের দাপুটে অভিনেত্রী। ধীরে ধীরে বাড়াচ্ছেন তাঁর পরিসর। নিত্য নতুন চরিত্রে নিজেকে মেলে ধরছেন। ইতিমধ্যেই বক্স অফিসে মর্দানি রীতিমত ঝড় তুলেছে। বিপুল জনপ্রিয়তার কারণে এর আগে ওই ছবির পার্ট টু এসেছিল। এবার পার্ট থ্রি আসার অপেক্ষা। তাছাড়া অনুরাগীদের মধ্যে ছবি মুক্তির প্রত্যাশা বহুদিনের। অবশেষে প্রকাশ্যে এল ছবির মুক্তির দিন।
কবে মুক্তি? (Mardaani 3)
আর বেশি দিনের অপেক্ষা নয়। ২০২৬ সালের প্রথম দিকেই অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারিতে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে রানী মুখার্জি অভিনীত ‘মর্দানি ৩’ (Mardaani 3)। সেরা সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে হোলির(Holi) উৎসবকে। যেখানে এক দিকে থাকবে দুষ্টের দমন, অপরদিকে থাকবে শিষ্টের পালন। দুর্ধর্ষ লড়াই হতে চলেছে বড় পর্দায়।
সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় রানী (Mardaani 3)
এটি মূলত যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি সিনেমার বড় নারী কেন্দ্রিক ছবি। প্রায় এগারো বছর আগে বড় পর্দায় এসেছিল মর্দানি । তখনই গল্প থেকে শুরু করে দুর্ধর্ষ অভিনয়ের কারণে, দর্শকদের প্রচুর ভালোবাসা পায়। আবারও রানী মুখার্জি কামব্যাক করছেন একজন সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় (Mardaani 3)। তাঁকে দেখা যাবে শিবানী শিবাজী রায়ের চরিত্রে। যে শুধুমাত্র নিঃস্বার্থ ভাবে ন্যায় বিচারের জন্য লড়াই করেন।
পরিচালনায় কে?
২০০৪ সালে মুক্তি পাওয়া মর্দানি ছবির পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। ছবিটির দ্বিতীয় ভাগ পরিচালনা করেন গোপী পুথরান। এবার পরিচালনার দায়িত্ব রয়েছেন অভিরাজ মিনাওয়ালা। চিত্রনাট্য লিখেছেন আয়ুশ গুপ্ত। আর প্রযোজনায় করছেন আদিত্য চোপড়া।
আরও পড়ুন: Sourav Ganguly: ১২৫ কোটির বিনিময়ে ‘দাদাগিরি’ ছাড়লেন দাদা! কোথায় গেলেন সৌরভ?
রানীর লুক
সম্প্রতি রানীর যে লুক প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যায় রীতিমত রাফ অ্যান্ড টাফ মেজাজে অভিনেত্রী। পরনে কালো শার্ট, নীল জিন্স। সাথে কালো বুট। হাতে রয়েছে বন্দুক,।তাক করে রয়েছেন ক্যামেরার দিকে।
রহস্যের বাতাবরণে গল্প
মর্দানির প্রথম দুই অংশের পর তৃতীয় অংশ নিয়েও দর্শকমহলে যথেষ্ট আগ্রহ রয়েছে। এর আগেও রানী মুখার্জি নিজেই বলেছিলেন, এই সিরিজের গল্পের প্লট হতে চলেছে আরও গভীর। যেখানে উঠে আসবে সমাজের অন্ধকারে নির্মম দিক। যদিও এখনও পর্যন্ত ছবির গল্প কি হতে চলেছে, তা জানা যায়নি । পুরোটাই রয়েছে রহস্যের বাতাবরণে। যার জেরে উত্তরোত্তর বাড়ছে দর্শকদের কৌতূহল।
নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার
এবার বড় পর্দায় নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার আসার অপেক্ষা। ইতিমধ্যেই এই সিরিজ বাণিজ্যিক সাফল্য পেয়েছে, পাশাপাশি পেয়েছে প্রচুর প্রশংসা। শিবানী শিবাজী রায়ের চরিত্রের মাধ্যমে রানী মুখার্জি বলিউডে হয়ে উঠেছেন একজন আইকনিক লড়াকু নারী। যিনি আপোষ করতে জানেন না। ন্যায় বিচারের পথে লড়ার জন্য সবকিছু করতে পারেন। এবার শুধু ছবি মুক্তির অপেক্ষা।