Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। ঘন কালোয় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্কে এলাকাবাসী।
সকাল সাড়ে ১০টা নাগাদ বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডে অবস্থিত কারখানায় আগুনের ফুলকি লক্ষ্য করে এলাকার স্থানীয় বাসিন্দারা। নিমেশের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে পরিত্যক্ত ওই কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার। তড়িঘড়ি খবর দেওয়া দমকলে। ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন এসে জল ও ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।
আরও পড়ুন: https://tribetv.in/deadbody-recovered-in-purulia/
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানায় থাকা কোনও রাসায়নিক থেকেই আগুন ছড়িয়েছে। জানা গেছে, প্রায় ৮ বছর আগে বন্ধ হয়ে গেছে কারখানা। ফলে সেখানে মানুষ না থাকায় হতাহতের আশঙ্কা নেই। তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে ঘন জনবসতি। ঘিঞ্জি জনবসতি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক গোটা এলাকায়।