ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer Chopped) সৌরভের খুনের ঘটনায় বারবার উঠে আসছে একাধিক তথ্য। মেয়ের জন্মদিনে লন্ডন থেকে উত্তরপ্রদেশের মিরাটের বাড়িতে এসেছিলেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত ৷ প্রেমিককে সঙ্গে নিয়ে সৌরভকে খুন করে স্ত্রী মুসকান ৷ তারপর দেহ ১৫ টুকরো করে তা ড্রামে ভরে সিমেন্ট ঢেলে দেয় দু’জনে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ৪ মার্চ রাতে স্বামীকে হত্যার পর তাঁর দেহাংশ নিজের সঙ্গে রেখেই ঘুমিয়েছিলেন মুস্কান। শুধু কাটা মুন্ডু এবং হাতগুলি পাঠিয়ে দিয়েছিলেন প্রেমিকের বাড়িতে।
বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল (Merchant Navy Officer Chopped)
সৌরভ লন্ডনে কর্মরত ছিলেন। সম্প্রতি বাড়ি ফিরেছিলেন স্ত্রী এবং ছ’বছরের কন্যা পিহুর জন্মদিন পালন করতে। কিন্তু সেই সময়েই তাঁকে (Merchant Navy Officer Chopped) হত্যা করেন মুস্কান এবং সাহিল। তাঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে, সৌরভকে প্রথমে ঘুমের ওষুধ এবং মাদক খাইয়েছিলেন তিনি। স্বামী ঝিমিয়ে পড়লে প্রেমিককে ডেকে নেন। ধারালো অস্ত্র দিয়ে একাধিক বার সৌরভের বুকে কোপ মারেন তাঁরা। সৌরভের মৃত্যুর পর শৌচালয়ে দেহ নিয়ে গিয়ে তা টুকরো টুকরো করে কাটেন।
ড্রামে ভরে সিমেন্ট ঢেলে দেন (Merchant Navy Officer Chopped)
১৫টি টুকরোয় সৌরভের (Merchant Navy Officer Chopped) দেহ ভাগ করা হয়েছিল। দেহাংশগুলি পরে ড্রামে ভরে সিমেন্ট ঢেলে দেন তাঁরা। তার পর ঘুরতে চলে যান শিমলায়। জানা যাচ্ছে ১৫ টুকরোয় ভাগ করে টয়লেটে লুকিয়ে রাখা হয়। ৪ মার্চ রাতে স্বামীকে হত্যার পর তাঁর দেহাংশ নিজের সঙ্গে রেখেই ঘুমিয়েছিলেন মুস্কান। শুধু কাটা মুন্ডু এবং হাতগুলি পাঠিয়ে দিয়েছিলেন প্রেমিকের বাড়িতে। সৌরভের মুন্ডু এবং কাটা হাত অন্তত ২৪ ঘণ্টা সাহিলের নিজের ঘরে ছিল। ধড় এবং বাকি দেহাংশ রাখা ছিল মুস্কানের ঘরে। নিজের খাটের বাক্সে দেহাংশ ভরে তার উপরেই ঘুমিয়েছিলেন তরুণী। পরে প্রেমিকের সাহায্যে একটি প্লাস্টিকের ড্রামে স্বামীর দেহাংশগুলি তিনি ভরে ফেলেন। ড্রাম ভরাট করে দেন সিমেন্ট দিয়ে।
আরও পড়ুন: Madras High Court: স্ত্রী পর্নোগ্রাফি দেখেন, স্বমেহনে লিপ্ত! হাইকোর্টের দ্বারস্থ ব্যক্তি
গরম সিমেন্ট ঢেলে দেহ গলানোর চেষ্টা
এই হত্যাকাণ্ডের সময়ে সৌরভ ও মুস্কানের ছ’বছরের কন্যা পাশের ঘরে ঘুমোচ্ছিল। শিমলায় যাওয়ার আগে মুস্কান মেয়েকে বাপের বাড়িতে রেখে যান।এই ঘটনার পর মুস্কানের বাবা-মা হতবাক। তাঁরা সরাসরি বলেন, “আমাদের মেয়ের জন্য মৃত্যুদণ্ডই হওয়া উচিত।” কারণ সৌরভ ছিলেন একজন আদর্শ জামাই, যিনি সংসারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শিমলা থেকে ফিরে আসার পর পুলিশ মুস্কান ও সাহিলকে গ্রেফতার করে তদন্তকারীরা জানতে পারেন, গরম সিমেন্ট ঢেলে দেহ গলিয়ে দিতে চেয়েছিল তারা।
ড্রামটি মর্গে স্থানান্তরিত
পুলিশ ড্রামটি উদ্ধারের পরও ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে যাওয়া সত্ত্বেও সিমেন্ট ভেঙে দেহাংশ উদ্ধার করতে পারেনি ৷ শেষমেশ, ড্রামটি মর্গে স্থানান্তরিত করা হয় এবং ড্রিল মেশিনের সাহায্যে সৌরভের দেহাংশ মেলে ৷পুলিশ জানিয়েছে, মুসকান রাস্তোগি স্বীকার করেছে যে, প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে মিলে ৪মার্চ স্বামীকে হত্যা করেছে সে।