ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Modi In Mauritius) ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ সম্মানে ভূষিত করল মরিশাস। মঙ্গলবার (১১ মার্চ) মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এই সম্মান প্রদানের কথা ঘোষণা করেছেন। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগেও বিভিন্ন দেশে সফরে গিয়ে সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে ২১টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন তিনি। এটাই সেই দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার।
পঞ্চম বিদেশী নাগরিক হিসেবে সম্মান (Modi In Mauritius)
প্রধানমন্ত্রী রামগুলাম জানান, তিনি জানান, ১৯৯২ সালের ১২ মার্চ মরিশাস প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর, পঞ্চম বিদেশী নাগরিক হিসেবে এই সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী (Modi In Mauritius)। প্রথম যে বিদেশী নাগরিক এই সম্মান পেয়েছিলেন, তিনি হলেন বর্ণবিদ্বেষ বিরোধিতার প্রতীক নেলসন ম্যান্ডেলা। মঙ্গলবার পোর্ট লুইসে সেখানকার ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং প্রধানমন্ত্রী রামগুলাম। সেখানেই সম্মান প্রদানের কথা ঘোষণা করেন তিনি।
বিশেষ অতিথি হিসাবে যোগ মোদীর (Modi In Mauritius)
মঙ্গলবার রাজধানী পোর্ট লুইসের বিমানবন্দরে মোদীকে (Modi In Mauritius) স্বাগত জানাত হাজির ছিলেন প্রধানমন্ত্রী নবীনচন্দ্র এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা। এর পরে মরিশাসের প্রেসিডেন্ট ধরমবীর গোখুল ও তাঁর স্ত্ৰীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী। জরির কাজ করা বেনারসি শাড়ি, গুজরাতে তৈরি কারুকাজ করা সাদেলি বাক্সের পাশাপাশি মরিশাসের রাষ্ট্রনেতাদের জন্য মোদীর নিয়ে যাওয়া উপহারের তালিকায় ছিল বিহারের খাদ্য মাখানা এবং প্রয়াগ সঙ্গমের মহাকুম্ভের পবিত্র জল। বুধবার মরিশাসের ‘জাতীয় দিবস’ পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছেন মোদী।
আরও পড়ুন: PM Modi: মরিশাসের প্রেসিডেন্টকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী মোদির
পাঁচ জন বিদেশি বিশিষ্ট ব্যক্তি এই সম্মাননা
কর্মসূচিতে মোদীর উদ্দেশে নবীনচন্দ্র বলেন, ‘‘প্রধানমন্ত্রী, এই সম্মাননা আপনার প্রাপ্য। আমরা একটি প্রজাতন্ত্র হওয়ার পর থেকে, মাত্র পাঁচ জন বিদেশি বিশিষ্ট ব্যক্তি এই সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে এক জন ব্যক্তি যাঁকে আমরা ‘আফ্রিকার গান্ধী’ বলি, সেই নেলসন ম্যান্ডেলা ১৯৯৮ সালে এই সম্মান পেয়েছিলেন।’’ মরিশাসের প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রীকে মঙ্গলবার ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই কার্ড) দিয়ে সম্মানিত করেন মোদী।
‘বিনয়ের সাথে এটি গ্রহণ করছি’
এই সম্মান গ্রহণ করার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমি বিনয়ের সাথে এটি গ্রহণ করছি। এই সম্মান ভারত ও মরিশাসের মধ্যে গভীর সম্পর্কের জন্য একটি সম্মান। এটি সেই ভারতীয়দের জন্যও একটি সম্মান যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভূমির সেবা করেছেন এবং এটিকে উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমি মরিশাসের জনগণ এবং সরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘আমি বিনীতভাবে এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। এই সম্মান ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক বন্ধনের।’