ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ সন্ধ্যায় যুবভারতীতে আইএসএলের মিনি ডার্বিতে (ISL Derby) মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও মহমেডান। পয়েন্ট টেবিলে লাস্ট বয়ের সঙ্গে লড়াই ফার্স্ট বয়ের। প্রথম লেগে এই মহমেডানকে ৩-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। আজকেও সাদাকালো ব্রিগেডকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌঁছতে চাইছে মোহনবাগান। অপরদিকে, কোনও কিছুর হারানো ভয় না পাওয়া মহমেডান অলআউট খেলে তিন পয়েন্টের লক্ষ্যেই নামবে মহমেডান।
আজ আইএসএলে আরও একটা কলকাতা ডার্বি (ISL Derby)। লিগ শীর্ষে থাকা মোহনবাগান সুপারজায়ান্টের মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোটিং ক্লাব। যুবভারতী থেকে শুরু করে ময়দান চত্বরে ডার্বিকে ঘিরে নেই সেরকম উন্মাদনা। তবে শনিবারের ম্যাচকে ঘিরে মুখিয়ে রয়েছে দুই দলই। শুক্রবার যুবভারতীতে পাশাপাশা দুই প্রাক্টিস গ্রাউন্ডে অনুশীলন সেরেছে দুই দল। চোটের কারণে এই ম্যাচে নেই অনিরুদ্ধ থাপা ও রড্রিগেজ। তবুও যথেষ্ট চনমনে সবুজ মেরুন শিবির।
অপরদিকে, আইএসএলে জঘন্য পারফর্মেন্স, স্পন্সরদের নিয়ে ডামাডোলে বিধ্বস্ত সাদাকালো ব্রিগেড। প্রথম লেগে এই যুবভারতীতে মহমেডানকে ৩-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। সে যাই হোক প্রতিপক্ষকে সমীহই করছে সবুজ মেরুন কোচ হোসে মোলিনা। লিগ শিল্ড নয় মহমেডান সহ সামনের ম্যাচ গুলোতেই ফোকাস করতে চাইছেন তিনি (ISL Derby)। প্রতিপক্ষ যে তাদের চাপে ফেলার চেষ্টা করবে তা ভালো মতোই জানেন। তাই কঠোর পরিশ্রম ও পরিকল্পনা মাফিক খেললে জয় যে অসম্ভব নয়। গত দুই ম্যাচ ড্র করায় আজ যে তার দল জেতার জন্য মরিয়া তা জানিয়ে দিলেন মোলিনা।
প্রতি ম্যাচেই মোহনবাগান রক্ষণের প্রধান ভরসা গোলরক্ষক বিশাল কাইতও মহমেডানের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে আশাবাদী। তবে ম্যাচ যে কঠিন হবে তা জানিয়ে দিলেন সবুজ মেরুন গোলরক্ষক।
আরও পড়ুন: Wriddhiman Saha: ইডেনে কেরিয়ারের শেষ ম্যাচ ঋদ্ধির! কিংবদন্তিকে সংবর্ধনা বাংলার ক্রিকেট সংস্থার
আশাবাদী মহমেডানের সহকারী কোচ মেহেরাজউদ্দিন (ISL Derby)
সতেরো ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে দল। তার ওপর হেড কোচের অনুপস্থিতি এবং স্পন্সরসিপের ডামাডোলে বিপর্যস্ত দল। তবুও মোহনবাগানের বিরুদ্ধে ভালো খেলা নিয়ে আশাবাদী মহমেডানের সহকারী কোচ মেহেরাজ উদ্দিন। তার দলে যথেষ্ট ভালো খেলোয়ার রয়েছে। গোটা মরশুমজুড়ে দল খারাপ খেলেছে মানতে রাজি নন তিনি। তাই তাদের হারানোর কিছু নেই। আজ শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে আলআউট ঝাঁপাবে বলে জানিয়ে দিলেন একসময়ের তিন প্রধানে খেলা মেহেরাজ।
তিন পয়েন্ট তুলে সমর্থকদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য। নিজেদের খেলাটা ঠিক মতো খেলতে পারলে মোহনবাগানকে হারানো অসম্ভব নয় বলে মনে করছে মেহেরাজ। চোটের কারণে জোসেফকে না পেলেও নতুন অস্ট্রিয়ান বিদেশি আন্দ্রে মার্ক সামারবক যে মোহনবাগানের বিরুদ্ধে নামবেন তাও জানিয়ে দিলেন সহকারী কোচ।
আজ ৩ পয়েন্ট নিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান পৌঁছয় নাকি আইএসএলে আজ যুবভারতীতে মহমেডান অঘটন ঘটায়, সেটাই এখন দেখার।