ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেখতে দেখতে শেষের মুখে উৎসবের মরশুম। তারই মধ্যে আজ কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে সাড়ম্বরে পালিত হল বাগবাজারের নব বৃন্দাবনের অন্নকূট উত্সব। প্রতিবছরের মত এবছরও কয়েক হাজার ভক্ত সমাগমে অনুষ্ঠিত হল এই উৎসব। দীপাবলীর পরের দিন, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পুজো করা হয়।
বাংলার অনেক জায়গায় এই পুজো হয়। হিন্দু পুরাণ অনুসারে, দীপাবলির পরের দিন গিরি গোবর্ধন তাঁর আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। এই ঘটনাকে ভক্তের বিপদে ভগবান কী ভাবে এগিয়ে আসেন, তার প্রকৃষ্ট উদাহরণ বলে মনে করা হয়। শনিবার শহরের বহু মন্দির ও পরিবারের ধুমধাম করে পালিত হল অন্নকূট উৎসব।
আরও পড়ুন: https://tribetv.in/know-the-historical-story-of-nadia-chaduni-maa-kali-puja/
আরও পড়ুন:https://tribetv.in/official-inauguration-of-9-projects-at-raj-bhavan/
অন্ন মানে ভাত, আর কূট মানে পর্বত। অন্নের পর্বতের ওপর বিরাজ করছেন শ্রীকৃষ্ণ।বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উত্সব এবার ৮৪ বছরে পড়ল। এখানে ৩৭০ রকমের ভোগ নিবেদন করা হয় কৃষ্ণকে। বিশেষ এই দিনে মন্দিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। অন্নকূট উৎসব উপলক্ষে বাগবাজারের ভগবত সভাতেও প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। শ্রীকৃষ্ণকে নিবেদন করা ভোগ এদিন ভক্ত সাধারনের মধ্যে বিতরণ করা হয়।